Advertisement
E-Paper

‘যোগ্য’ চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল। কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। আইপিএলে বিদায় নেবে কারা। আর কী কী নজরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরে কবে পরীক্ষা নেওয়া হয়, সে দিকে নজর রয়েছে সকলের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসএসসি: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজ, কবে নেওয়া হবে পরীক্ষা

সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, আগামী ৩১ মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরে কবে পরীক্ষা নেওয়া হয়, সে দিকে নজর রয়েছে সকলের। গত মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা জানান, যাঁরা চাকরি করেছেন, কিন্তু এখন আবেদন করার বয়স পেরিয়ে গিয়েছে, এ রকম অনেকে রয়েছেন। চাকরিহারাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। তাঁরা যাতে সকলেই পরীক্ষায় বসতে পারেন, বয়সের জন্য যাতে না-আটকায়, সেই ব্যবস্থা হবে। চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। এই অবস্থায় আজ বিজ্ঞপ্তি প্রকাশের দিকে নজর থাকবে।

দ্বিতীয় বার কেন পরীক্ষা? প্রশ্ন তুলে শিয়ালদহ থেকে অর্ধনগ্ন মিছিল

শিক্ষক নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় চলছে। তবে চাকরিহারা শিক্ষকদের একটি অংশের বক্তব্য, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না। এই দাবিতে আজ ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র সদস্যেরা শিয়ালদহ থেকে অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, উদ্ভূত পরিস্থিতি তাঁদের ‘নগ্ন’ করে ছেড়ে দিয়েছে। সেই কারণেই প্রতীকী প্রতিবাদ হিসাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করতে চান তাঁরা। ‘যোগ্য’ চাকরিহারাদের ওই মিছিল এবং তাতে পুলিশের কী ভূমিকা হয়, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়ায় খোলা হচ্ছে আরও ত্রাণশিবির, থামবে কি ইজ়রায়েল-হামাস সংঘর্ষ?

যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা সমর্থিত ত্রাণ সরবরাহকারী গোষ্ঠী গাজ়াবাসীর পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে। বৃহস্পতিবার গাজ়ায় আরও একটি ত্রাণশিবির খুলেছে তারা। এই নিয়ে গাজ়ায় তৃতীয় ত্রাণশিবির খুলল আমেরিকা সমর্থিত ওই গোষ্ঠী। এরই মধ্যে গাজ়ায় ধারাবাহিক ভাবে হামলাও চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও। আমেরিকার তরফে দু’পক্ষকেই নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, হামাস গোষ্ঠী সেই প্রস্তাব বিবেচনা করে দেখছে। অন্য দিকে, ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলির দাবি, আমরিকার প্রস্তাবে রাজি হয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও সরকারি ভাবে কোনও পক্ষই কিছু ঘোষণা করেনি।

সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে, কোথায় কেমন বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে স্বাভাবিক সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। নিম্নচাপের কারণে বৃহস্পতিবারের মতো আজও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে কলকাতায় আজ আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। যদিও উত্তরে দুর্যোগ এখনই থামছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আইপিএলে বিদায় নেবে কারা? গুজরাতের সঙ্গে লড়াই মুম্বইয়ের

আইপিএলে আজ বিদায় নেবে একটি দল। ‘এলিমিনেটর’ ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। শুভমন গিলের গুজরাত লিগ পর্বের শেষ দু’টি ম্যাচ হেরে প্রথম দুইয়ে শেষ করতে পারেনি। হার্দিক পাণ্ড্যের মুম্বইও ভাল জায়গায় ছিল। কিন্তু তারাও শেষ তিনটি ম্যাচের দু’টিতে হেরে গিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। আজ যারা হারবে তারাই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। যারা জিতবে তারা ফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকবে। চণ্ডিগড়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ফরাসি ওপেনে আলকারাজ়, সাবালেঙ্কা, শিয়নটেকের খেলা

ফরাসি ওপেনে আজ আবার নামছেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন তিনি। মহিলাদের সিঙ্গলসে খেলবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা এবং পঞ্চম বাছাই ইগা শিয়নটেক। তাঁদের দু’জনেরও এটি তৃতীয় রাউন্ডের ম্যাচ। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Bengal SSC Recruitment Case West Bengal SSC Scam Israel Hamas Conflict Alipore Weather Office IPL Match French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy