তাঁর জীবনযুদ্ধ টোটো চালিয়ে। নারী দিবসে তিনিই বিচারকের আসনে!
তিনি রাধারানি দাস। মুর্শিদাবাদের কান্তনগরের বাসিন্দা। নারী দিবসে তিনি বহরমপুরে জাতীয় লোক আদালতের বিচারকের দায়িত্ব পালন করলেন।
গত পাঁচ বছর ধরে বহরমপুরের রাস্তায় টোটো চালান রাধারানি। স্বামী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব তাঁরই কাঁধে। শনিবার লোক আদালতের বিচারকের আসনে বসে তিনি গর্বিত। রাধারানির কথায়, ‘‘টোটো চালিয়ে বিভিন্ন মানুষকে গন্তব্যে পৌঁছে দিই। আজ বিচারকের আসনে বসে ন্যায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পেলাম। আমি গর্বিত।’’
মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতের লক্ষ্য দ্রুত ও বিনামূল্যে মামলার নিষ্পত্তি করা। সাধারণ আদালতের জটিল প্রক্রিয়ার বাইরে গিয়ে জনসাধারণের জন্য লোক আদালত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘নারী দিবসে এক জন কর্মজীবী নারীকে বিচারকের ভূমিকায় দেখানো আমাদের উদ্দেশ্য। এটি সমাজে লিঙ্গসাম্য ও নারী ক্ষমতায়ণের বার্তা দেবে বলে আমাদের বিশ্বাস।’’