সরকারি পোর্টালে টোটোর নথিভুক্তির সময় এক মাস বাড়ানোর কথা জানাল পরিবহণ দফতর। আগামী ৩০ নভেম্বর ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তার পরিবর্তে নতুন সময়সীমা ধার্য করা হয়েছে ৩১ ডিসেম্বর।
রাজ্যে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করতে পুজোর মুখে বিশেষ নির্দেশিকা জারি করেছিল সরকার। সেই নির্দেশিকায় রাস্তায় বেআইনি টোটোর লাগামছাড়া হারে সংখ্যা বৃদ্ধি রুখতে নথিভুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, নির্দিষ্ট পোর্টালে নথিভুক্তির পরে দু’বছরের মধ্যে ওই সব টোটোকে সরকার অনুমোদিত বৈদ্যুতিক অটো বা ই-রিকশায় পরিবর্তিত করতে হবে। সেই অনুযায়ী গত দেড় মাস ধরে ওই প্রক্রিয়া চলেছে। তাতে প্রায় ৭০ হাজারের কাছাকাছি টোটো নথিভুক্ত হয়েছে বলে সূত্রের খবর।
কিন্তু তার পরেও অনেক টোটোর নথিভুক্তি এখনও বাকি বলে মনে করছেন পরিবহণ দফতরের কর্তারা। নির্দিষ্ট পোর্টালে অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানোর জন্য টোটোচালকদের একাংশ ছাড়াও বিভিন্ন মহল থেকে পরিবহণ দফতরের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে নতুন সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্য সরকার নির্ধারিত পোর্টালে অন্তর্ভুক্তির জন্য ছ’মাসের হিসাবে এক হাজার টাকা এবং পরে প্রতি মাসে ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। জানানো হয়েছে, ওই পোর্টালে অন্তর্ভুক্ত হওয়ার পরে টোটোর জন্য অস্থায়ী নম্বর প্লেট পরিবহণ দফতর থেকে দেওয়া হবে। নথিভুক্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে এ নিয়ে বিভিন্ন জেলা শহর এবং মফস্সলে অভিযানে নামতে পারে পরিবহণ দফতর। সে ক্ষেত্রে নথিভুক্ত করা নেই, এমন টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)