পোলবা-কাণ্ডের পর রাজ্য জুড়ে পুলকার অভিযানে নামছে পরিবহণ দফতর। শুধু পোলবাই নয়, সম্প্রতি কলকাতার উল্টোডাঙায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলকার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় পড়ুয়ারা। মৌলালির কাছে মত্ত অবস্থায় এক পুলকার চালককেও গ্রেফতার করে পুলিশ। সে কথা মাথায় রেখে এ বার কোমর বেঁধে নামছেন পরিবহণ আধিকারিকেরা।
অভিযোগ উঠছে, প্রাইভেট নম্বরের গাড়িগুলি পুলকার হিসাবে ব্যবহার করা হচ্ছে। আবার পুলকারের ‘স্বাস্থ্য’ ভাল না হওয়া সত্ত্বেও তা পরিহণের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। তবে এই অভিযোগ নতুন নয়। বুধবার এ বিষয়ে পরিবহণ দফতরে বৈঠকে বসেন কর্তারা। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বিশেষ অভিযান শুরু হবে।