Advertisement
২০ এপ্রিল ২০২৪
Transport

Transport Workers: পরিবহণে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভকারীরা জানান, তাঁদের নিয়োগ হয়েছিল এজেন্সির মাধ্যমে। কর্তৃপক্ষের কেউ অবশ্য মুখ খুলতে চাননি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ০৫:১৪
Share: Save:

কাজ থেকে আচমকা বসিয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহণ দফতরের সামনে বিক্ষোভে নামলেন সিটিসি এবং সিএসটিসি-র বাস চালকদের একাংশ। তাঁদের দাবি, করোনা-কালে তাঁরা সরকারি পরিবহণ সচল রেখেছিলেন। কাজে যোগ দিতে আসার পরে বুধবার তাঁদের হঠাৎই সই করতে বারণ করা হয়। বিক্ষোভকারীরা জানান, তাঁদের নিয়োগ হয়েছিল এজেন্সির মাধ্যমে। কর্তৃপক্ষের কেউ অবশ্য মুখ খুলতে চাননি। পরিবহণ কর্মীদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়ে এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্যের অভিযোগ, ছাঁটাই হওয়া ১৪ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য রাজ্য শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তিকেও সিটিসি অমান্য করছে। সংগঠনের দাবি, ওই ১৪ জনকে কাজে ফিরিয়ে বকেয়া বেতন দিতে হবে। করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা পরিবহণকে সচল রেখেছিলেন, তাঁদের ছাঁটাই না করা এবং পরিবহণের শূন্য পদে চুক্তিভিত্তিক, অস্থায়ী ও এজেন্সি কর্মীদের স্থায়ী করার দাবিও তুলেছে এআইসিসিটিইউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transport CTC cstc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE