Advertisement
৩০ মার্চ ২০২৩
Tribal

‘মানুষের পঞ্চায়েত’, ডাক জনজাতি সভায়

শাসক শ্রেণি এক দিকে ফুলে-ফেঁপে উঠছে, অন্য দিকে জনজাতি, দলিত-সহ প্রান্তিক মানুষের অবস্থা শোচনীয় হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহত্তর লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে সমাবেশে।

জনজাতি সমাবেশ রানি রাসমণি অ্যাভিনিউয়ে।

জনজাতি সমাবেশ রানি রাসমণি অ্যাভিনিউয়ে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২৩:৪৬
Share: Save:

রাজ্যে ‘লুটের রাজত্ব’ বন্ধ করে মানুষের পঞ্চায়েত গড়ার দাবি এ বার উঠে এল খাস কলকাতার রাজপথে। প্রান্তিক মানুষের বঞ্চনা ও শোষণের প্রতিবাদে মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ’, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ’ এবং ‘পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সঙ্ঘ’। জনজাতিদের ওই সমাবেশে ভিড় হয়েছিল চোখে পড়ার মতোই। লুটেরাদের সরিয়ে মানুষের পঞ্চায়েত গড়ার দাবিতে গ্রামে গ্রামে চলছে সিপিএমের পদযাত্রা। সেই দাবিই উঠে এসেছে এ দিন শহরের সমাবেশে। সিপিএমের পলিটবুরো সদস্য এবং জনজাতি ও দলিত অধিকার সংগঠনের নেতা রামচন্দ্র ডোম সমাবেশে বলেন, আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। শাসক শ্রেণি এক দিকে ফুলে-ফেঁপে উঠছে, অন্য দিকে জনজাতি, দলিত-সহ প্রান্তিক মানুষের অবস্থা শোচনীয় হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহত্তর লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে সমাবেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.