Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Migrant Workers

শ্রমিকদের ফেরাতে গিয়ে নিখোঁজ দুই বাস

উত্তরপ্রদেশের বারাণসীতে ওই শ্রমিকদের ফেরাতে সেখানকার প্রশাসনের তরফে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০১:০৬
Share: Save:

উত্তরপ্রদেশের ৫৮ শ্রমিককে ঘরে ফেরাতে গিয়ে চালক-সহ রাজ্যের দু’টি বাস নিখোঁজ। দুই চালকের সঙ্গেই শনিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্তারা। সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ জানিয়েছেন, বিহার পুলিশের ‘অসহযোগিতা’র কারণে বাস ও চালকদের নিরাপত্তা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।

উত্তরপ্রদেশের বারাণসীতে ওই শ্রমিকদের ফেরাতে সেখানকার প্রশাসনের তরফে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়। সেইমতো এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাঁদের বিহার সীমান্ত পর্যন্ত পৌঁছনোর দায়িত্ব নেয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। তমোনাশবাবু জানান, বিহার পুলিশ ওই শ্রমিকদের দায়িত্ব নিতে চায়নি। এবং তারা এ রাজ্যের বাস দু’টিকে জোর করে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে। তার পর থেকেই বাস সম্পর্কে আর কোনও তথ্য পরিবহণ সংস্থা পায়নি। সংস্থার তরফে বিষয়টি নবান্নে জানানো হয়েছে। দুই চালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Migrant Workers SBSTC Bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE