Advertisement
E-Paper

খাকির বদলে সাদা উর্দি পরবে কমিশনারেটের পুলিশ!

এর আগেও ২০১৩ সালে এ রকম প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র দফতর। তবে সেই সময় খাকির বদলে সাদা জামা ও নীল প্যান্টের প্রস্তাব দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৯
প্রতীকী ছবি। গ্রাফিক: তিয়াসা দাস।

প্রতীকী ছবি। গ্রাফিক: তিয়াসা দাস।

কলকাতার মতোই এবার রাজ্য পুলিশের কর্মীদের গায়েও দেখা যেতে পারে সাদা রঙের পোশাক। আপাতত রাজ্যের ছয়টি পুলিশ কমিশনারেটে কর্মরত কনস্টেবল থেকে ইনস্পেকটর পদমর্যাদার অফিসারদের জন্য এই উর্দি বদলের প্রস্তাব করা হয়েছে। সাদা পোশাকের পাবেন কমিশনারেটের আওতাধীন ট্রাফিক কর্মীরাও।

নবান্ন সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর রাজ্য প্রশাসনের তরফে উর্দিবদল নিয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে একটি খসড়া প্রস্তাব গিয়েছে। তাতে ওই কমিশনারেটগুলির পুলিশ কর্মীদের পোশাকেররংখাকি থেকেসাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কমিশনারেটের বাইরে রাজ্যের অন্যান্য থানার পুলিশ কর্মীদের পোষাকের রং খাকিই থাকবে। সশস্ত্র পুলিশকর্মীরাও খাকি উর্দি পডরবেন। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

এর আগেও ২০১৩ সালে এ রকম প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র দফতর। তবে সেই সময় খাকির বদলে সাদা জামা ও নীল প্যান্টের প্রস্তাব দেওয়া হয়। সেই খবর ছড়িয়ে পড়তেইনীল-সাদা পোশাক নিয়ে নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ ছিল, শুধু নিচু তলার কর্মীদেরই কেন পোশাক বদল হচ্ছে?পুলিশ আধিকারিকদেরও একই পোশাক দেওয়া হোক।

তবে এবার সেই বিতর্ক এড়াতে কলকাতা পুলিশের মতোই সাদা পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতরের। রাজ্যের ছয়টি পুলিশ কমিশনারেট ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর, হাওড়া, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি কমিশনারেট রয়েছে। প্রস্তাব অনুমোদিত হলেই ওই কমিশনারেটের আওতাধীন পুলিশকর্মীদের গায়ে সাদা পোশাক দেখা যাবে। এই প্রস্তাবের কথা জানার পর এক পুলিশকর্মী বলেন, “আগের থেকে ভাল হয়েছে। নীল-সাদার থেকে সাদা পোশাক ভাল। তবে খাকি উর্দির একটা আলাদা ঐতিহ্য রয়েছে।”

Kolkata Police Police Uniform West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy