Advertisement
০৪ মে ২০২৪

বাজপেয়ীর চিতাভস্ম পৌঁছল গঙ্গাসাগরে  

বাজপেয়ীর মৃত্যুতে ‘অস্থি কলস যাত্রা’ করল রাজ্য বিজেপি। যাত্রাপথে কিছুটা অংশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

অটলবিহারী বাজপেয়ীর অস্থি হাতে পালিত কন্যা নমিতা।

অটলবিহারী বাজপেয়ীর অস্থি হাতে পালিত কন্যা নমিতা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০৩:৩৮
Share: Save:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার পর তাঁর চিতাভস্ম নিয়ে গঙ্গাসাগরের পথে ‘অস্থি কলস যাত্রা’ করল রাজ্য বিজেপি। যাত্রাপথে কিছুটা অংশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

দলের রাজ্য দফতর থেকে বৃহস্পতিবার ওই যাত্রা শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ-সহ রাজ্য নেতারা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি এবং হাজরা মোড় হয়ে কলস-বাহী ট্যাবলো এগোয় ডায়মন্ড হারবার রোড ধরে গঙ্গাসাগরের দিকে। আমতলা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত যাত্রায় ছিলেন স্মৃতি। ট্যাবলোয় ছিল ফুল দিয়ে সাজানো বাজপেয়ীর ছবি। বাজানো হয় বাজপেয়ীর লেখা কবিতার সিডিও। পথে বহু জায়গায় ট্যাবলো দাঁড় করিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির কর্মী-সমর্থকেরা। অনেক জায়গায় সাধারণ মানুষের কৌতূহলী ভিড়ও দেখা যায়। রাতে গঙ্গাসাগরে পৌঁছেছে বাজপেয়ীর চিতাভস্ম। বিজেপি নেতারা আজ, শুক্রবার তা বিসর্জন দেবেন সাগরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atal Bihari Vajpayee BJP Smriti Irani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE