মূত্রনালীর জটিলতা নিয়ে জন্মানোর পরেই শরীরে করোনার থাবা! হাসপাতালে যমে-মানুষে টানাটানি চলছিল গত তিন-চারদিন ধরে। শুক্রবার রাতে জটিল অপারেশনে নতুন জীবন ফিরে পেল ৯ দিনের সদ্যোজাত। সৌজন্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি, রোগীর চিকিৎসা থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স পরিষেবা— সব নিয়েই গাফিলতির অভিযোগ উঠছে। কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে একাধিক বার। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ৯ দিনের করোনা আক্রান্ত ওই শিশুর জটিল অস্ত্রপ্রচার করে নজির গড়ল মেডিক্যাল কলেজ। এর আগেও অনেক কঠিন অস্ত্রোপচার হয়েছে এই হাসপাতালে। সেই মুকুটে আরও একটি নতুন পালক জুড়ল।
হাসপাতাল সূত্রে খবর, তারকেশ্বরের বাসিন্দা রিম্পা মাইতি গত ৩০ জুলাই পুত্র সন্তানের জন্ম দেন অন্য একটি হাসপাতালে। শিশুটি জন্মানোর পর, তার দু’টি কিডনিতে জল জমতে শুরু করে। কলকাতারই একটি নামী শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে মূত্রনালীর সমস্যা ধরা পড়ে। ক্যাথেটার দিয়ে প্রস্রাব বার করার চেষ্টাও হয়। চিকিৎসা চলাকালীন অন্যান্য পরীক্ষার সঙ্গে কোভিড-১৯ টেস্ট করা হয় শিশুটির। রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়।