এক ধাক্কায় কলকাতার পারদ চড়ল ৫ ডিগ্রি। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট অনেকটাই কমেছে। বৃহস্পতিবারও পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকে গোটা রাজ্যেই ফের নামবে পারদ। ফলে চলতি সপ্তাহের শেষে শীতের দাপট ফিরবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
বুধবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা হবে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকেরা। পাশাপাশি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।