Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি প্রয়াত

বরাবরই স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হায়দর আজিজ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪১
হায়দর আজিজ সফি।—ফাইল চিত্র।

হায়দর আজিজ সফি।—ফাইল চিত্র।

চলে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি (৭৩)। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার জেরে ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফির চলে যাওয়ায় শোকাহত আমি। অনেক সিনিয়র ছিলেন উনি। আমাদের সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বহুদিন ধরে। ওঁর প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামী এবং শুভাকাঙ্খীদের গভীর সমবেদনা জানাই। এই যন্ত্রণার সময়টা কাটিয়ে ওঠা খুব কঠিন। কিন্তু মেনে নেওয়া ছাড়া গতি নেই।’’

বরাবরই স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হায়দর আজিজ। ২০১১ এবং ২০১৬ সালে তৃণমূলের হয়ে পূর্ব উলুবেড়িয়া থেকে দাঁড়িয়ে ভোটে জেতেন তিনি।

হায়দর আজিজ সফির প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট।

আরও পড়ুন: বৈশাখীকে জেরা করছে ইডি, বাইরে ঠায় বসে রয়েছেন শোভন​

আরও পড়ুন: এই প্রবণতা থাকলে লোকসভায় ১০০ আসন খোয়াতে পারে বিজেপি?​

২০১১ সালে মমতা সরকারের জলপথ পরিবহণমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ২০১৩-র ১৪ মার্চ পর্যন্ত ওই পদে ছিলেন। এর পর কারামন্ত্রী হন তিনি। ২০১৬-র ২৩ জুন বিধানসভার ডেপুটি স্পিকারের পদে আসেন তিনি।

West Bengal Assembly Deputy Speaker Haider Aziz Safwi Death Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy