Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আইন-শৃঙ্খলায় ব্যর্থ রাজ্য, খোঁচা স্মৃতির

সেখানে পঞ্চায়েতে হিংসার বলি অজিতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রাজ্যের হাতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:২৬
Share: Save:

পঞ্চায়েত ভোটের হিংসায় বাঁকুড়ার রানিবাঁধে নিহত বিজেপি কর্মী অজিত মুর্মুর প্রসঙ্গ তুলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কলকাতায় দলের রাজ্য দফতরে আসেন স্মৃতি।

সেখানে পঞ্চায়েতে হিংসার বলি অজিতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রাজ্যের হাতে। যা রক্ষা করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। অজিত মুর্মুর মৃতদেহ চিৎকার করে বলছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং আইন-শৃঙ্খলার অবস্থা কেমন।’’

তিনি কি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনার পক্ষপাতী? স্মৃতির জবাব, ‘‘দলের রাজ্য দফতরে বসে মন্ত্রী হিসাবে এই প্রশ্নের জবাব দেব না।’’ বিজেপি কর্মীদের প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, ‘‘দলের প্রতিষ্ঠা দিবসে অজিত মুর্মুকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনাদের এই বলিদান ব্যর্থ হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smriti Irani BJP Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE