Advertisement
১০ মে ২০২৪
WB Forest Department

Forest: বন ব্যবস্থাপনার অস্ত্রে উষ্ণায়ন ঠেকানোর উদ্যোগ রাজ্যের, হল কর্মশালা

শিবিরে বক্তাদের তালিকায় ছিলেন আইসিএফআরই প্রধান নিতিন কুলকার্নি এবং পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব।

রাজ্য বন দফতর আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মশালা।

রাজ্য বন দফতর আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মশালা। ছবি: পশ্চিমবঙ্গ বন দফতর সূত্রে পাওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৭:১০
Share: Save:

সুসংহত বন ব্যবস্থাপনার মাধ্যমে বাতাসে জলবায়ু পরিবর্তন সমস্য়া মোকাবিলায় সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ বন বিভাগ। এই উদ্দেশে রাজ্য স্তরে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। বন ধ্বংসের ‘কারণ’ এবং বনের অস্তিত্বের সংকটের দিকগুলি চিহ্নিত করা ওই ‘পাইলট প্রজেক্ট’-এর প্রধান লক্ষ্য

পাশাপাশি, বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণ এবং উষ্ণায়ন ঠেকানোর লক্ষ্য রয়েছে সরকারের। এই উদ্দেশ্যে সুন্দরবন, এবং উত্তরবঙ্গের অরণ্যে ওই ‘পাইলট প্রকল্প’ রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই প্রকল্পের সাফল্যের লক্ষ্যে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন’ (আইসিএফআরই)-এর সঙ্গে একটি প্রশিক্ষণ শিবির ও কর্মশালা করল পশ্চিমবঙ্গ বন বিভাগ

ওই শিবিরে বক্তাদের তালিকায় ছিলেন আইসিএফআরই প্রধান নিতিন কুলকার্নি এবং পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব। কার্বন নিঃসরণ প্রতিরোধে বনভূমি রক্ষা এবং বনসৃজনের নানা পদ্ধতি নিয়ে আলোচনা হয় সেখানে। বন ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও কার্যকরী পদক্ষেপে পাশাপাশি, ভূমিক্ষয় রোধ মোকাবিলাও উঠে আসে আলোচনায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WB Forest Department Climate Change Global Warming
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE