পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার সোদপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। তার বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। রাজ্যের তরফে এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্যের বক্তব্য, দু’টি মিছিলই বন্ধ করার নির্দেশ দিক আদালত। রাজ্যের তরফে এ-ও বলা হয় যে, মঙ্গলবার রাস উৎসব। বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই এলাকাগুলিতে মিছিল করা হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে বলে আদালতে জানায় রাজ্য।
জোড়া মিছিলের অনুমতি না-মেলায় সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাদের বক্তব্য ছিল, তারা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ওই মিছিল দু’টি করতে চায়। কিন্তু পুলিশ মিছিলের অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি। সোমবার বিচারপতি চন্দ শুভেন্দুকে মঙ্গলবার সোদপুরে এবং বুধবার পূর্ব বর্ধমানে মিছিল করার অনুমতি দিয়েছিলেন। এ বার তার বিরোধিতা করে উচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য। ঘটনাচক্রে, মঙ্গলবারই এসআইআর-এর প্রতিবাদ করে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হওয়া এই মিছিলে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।