Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Islampur

কার গুলিতে ছাত্রমৃত্যু? ইসলামপুর কাণ্ডে সিআইডিকে তদন্তের ভার দিল রাজ্য সরকার

তদন্তের দায়িত্বভার নেওয়ার পর সিআইডি ডিআইজি (অপারেশনস) নিশাত পারভেজ বলেন, ‘‘ইসলামপুরের দাড়িভিটের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। সে দিন ঠিক কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’’

গ্রাফিক- শৌভিক দেবনাথ

গ্রাফিক- শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫২
Share: Save:

দাড়িভিট তদন্তের দায়িত্ব নিল রাজ্য সিআইডি। বৃহস্পতিবারই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নির্দেশে, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত জেলা পুলিশের কাছ থেকে সিআইডিকে দেওয়া হয়।

জেলা পুলিশ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট উচ্চবিদ্যালয়ে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের সঙ্গে ছাত্র এবং গ্রামবাসীদের সংঘর্ষের পৃথক মামলায় জেলা পুলিশ কয়েক জনকে গ্রেফতার করলেও এখনও কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।

তদন্তের দায়িত্বভার নেওয়ার পর সিআইডি ডিআইজি (অপারেশনস) নিশাত পারভেজ বলেন, ‘‘ইসলামপুরের দাড়িভিটের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। সে দিন ঠিক কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদ-কাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা-সহ ৪ জন, সাজা ঘোষণা কাল

নিহত দুই ছাত্রের পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা প্রথম থেকেই দাবি করেছেন যে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাপস বর্মণ এবং রাজেশ সরকারের। গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন বিপ্লব সরকার নামে আরও এক ছাত্র।

কিন্তু প্রথম দিন থেকেই জেলা পুলিশ সুপার দাবি করেছিলেন যে পুলিশ গুলি চালায়নি। অথচ কার গুলিতে দুই ছাত্রের মৃত্যু সেই বিষয়েও কোনও সদুত্তর দিতে পারেনি জেলা পুলিশ।

আরও পড়ুন: ‘ছাত্রদের এমন রূপ দেখতে হবে কোনও দিন ভাবিনি’

ফলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি ক্রমাগত জোরালো হচ্ছিল। সোমবারই বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের দুই আইনজীবী। বৃহস্পতিবার সেই একই দাবি নিয়ে মামলা করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেবাল। সেই মামলার শুনানি বৃহস্পতিবার হয়নি।

নিহতের পরিবার এবং দাড়িভিটের মানুষ সিবিআই তদন্তের দাবি করেছেন গোটা ঘটনার। সেই কারণে দুই তরুণের দেহ গ্রামবাসীরা দাহ না করে মাটিতে পুঁতে রেখেছেন। যাতে পরবর্তী সময়ে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করলে প্রয়োজনে ফের ময়নাতদন্ত করা যায় দুই তরুণের দেহর।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, সিআইডির উত্তরবঙ্গের বিশেষ সুপারিনটেনডেন্টের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা বৃহস্পতিবারই জেলা পুলিশের তদন্তকারীদের সঙ্গে কথা বলে এখনও পর্যন্ত এই তদন্তের নথিপত্র সংগ্রহ করবেন। তার পর তাঁরা ঘটনাস্থলে যাবেন। নিহত তরুণদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islampur CID Daribhit Investigation Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE