Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jagdeep Dhankhar

ভোট পরবর্তী হিংসা দেখতে এ বার জেলা সফরে রাজ্যপাল, যাচ্ছেন শীতলখুচিতে

বিএসএফের হেলিকপ্টারে চড়ে আগামী ১৩ মে কোচবিহার জেলার ভোট পরবর্তী হিংসায় প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করতে যাবেন জগদীপ ধনখড়।

রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপাল জগদীপ ধনখড়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ২০:৩৫
Share: Save:

কেন্দ্রীয় বাহিনীর কপ্টারে চড়ে আগামী বৃহস্পতিবার থেকে ভোট পরবর্তী হিংসা দেখতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর প্রথম সফরের তালিকায় রয়েছে শীতলখুচি-সহ কোচবিহার জেলার বিভিন্ন স্থান। মঙ্গলবার রাজ্যপালের সরকারি টুইটারে এ কথা জানানো হয়েছে।

রাজ্যপালের টুইটারে লেখা হয়েছে, ‘বিএসএফের হেলিকপ্টারে চড়ে আগামী ১৩ মে ভোট পরবর্তী নজিরবিহীন হিংসায় প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করতে যাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শীতলখুচি-সহ কোচবিহারের অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন তিনি’। এই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি টুইটার হ্যান্ডলকেও ট্যাগ করা হয়েছে।

ভোট গণনার পরেই জেলায় জেলায় রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্টও তলব করেন তিনি। গত বুধবার মুখ্যমন্ত্রী পদে মমতার শপথের পর প্রকাশ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ধনখড়। সে সময় মমতা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হিংসা দমনের বিষয়ে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার।

গত ১০ এপ্রিল ভোটগ্রহমের সময়ই হিংসা ছড়িয়েছিল কোচবিহারের শীতলখুচিতে। ১২৬ নম্বর বুথে গন্ডগোলের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন ৪ জন। পৃথক ঘটনায় গুলিতে খুন হন এক তরুণ।

ভোটের ফল ঘোষণার পরেই কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর আসতে শুরু করেছে। শীতলখুচির শালবাড়ি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক বিজেপি কর্মী। দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত এলাকার জামাদর বস এলাকাতে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। জেলার অন্য অংশ থেকেও মারধর, বাড়ি ভাঙচুর, লুঠপাটের অভিযোগ এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE