Advertisement
E-Paper

পাকিস্তানে প্রত্যাঘাতের পর পরিস্থিতি স্পর্শকাতর, পণ্যের কালোবাজারি রুখতে তৎপর মমতা, বৃহস্পতিতে বৈঠক নবান্নে

‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। সেই আবহেই সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, যে সব রাজ্যে নেপাল এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ২০:৪০
West Bengal govt to meet on Thursday to curb black marketing of agricultural produce after Operation Sindoor

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। তার পর যে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কৃষিপণ্যের কালোবাজারি যাতে না-হয়, সে ব্যাপারে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বুধবার মমতা জানিয়েছেন, কালোবাজারি রুখতে বৃহস্পতিবার বিকালে নবান্নে কৃষি বিপণন নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই পরিস্থিতিতে যাতে ব্যবসায়ীরা কালোবাজারি করতে না-পারেন, তার জন্য বৃহস্পতিবার অ্যাগ্রো মার্কেটিং নিয়ে বৈঠক ডেকেছি।’’ মমতা জানিয়েছেন, বিকাল সাড়ে ৫টায় হবে ওই বৈঠক। মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সংযত ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। সেই আবহেই সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, যে সব রাজ্যে নেপাল এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবেরা বৈঠকে ছিলেন।

সেই বৈঠকের বিষয়ে মমতা প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের একাংশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মনে রাখবেন, এটা টিআরপি বাড়ানোর সময় নয়।’’ তিনি আরও বলেন, ‘‘বিভ্রান্তিকর বা প্ররোচনামূলক খবর ছড়ালে বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এখন দেশকে রক্ষা করার সময়। আমরা সবাই দেশের পক্ষে।’’

Mamata Banerjee CM Meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy