Advertisement
২০ মে ২০২৪
Joint Entrance

মেডিক্যাল জয়েন্টের ফল প্রকাশিত, প্রথম দশে জেলার সাত

রেজাল্ট বের হল রাজ্যের মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। প্রথম হয়েছেন সল্টলেকের চন্দ্রচূড় মন্ডল। চন্দ্রচূড় অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের ছাত্র। দ্বিতীয় স্থানে হিন্দমোটরের পার্লস অফ গড স্কুলের ছাত্র অনুরূপ মুখোপাধ্যায়।

জয়েন্টের কৃতীরা।

জয়েন্টের কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ১৬:০৩
Share: Save:

রেজাল্ট বের হল রাজ্যের মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। প্রথম হয়েছেন সল্টলেকের চন্দ্রচূড় মন্ডল। চন্দ্রচূড় অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের ছাত্র। দ্বিতীয় স্থানে হিন্দমোটরের পার্লস অফ গড স্কুলের ছাত্র অনুরূপ মুখোপাধ্যায়। তৃতীয় হয়েছেন সল্টলেকের সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ক্যালকাটা বয়েজ স্কুলের পড়ুয়া। চতুর্থ স্থানে রয়েছেন ইন্দিরা গাঁধী মেমোরিয়াল হাই স্কুলের দ্বৈপায়ন চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি দমদমে। পঞ্চম স্থানাধিকারী বহরমপুরের সৌম্যদীপ রায়। ষষ্ঠ সল্টলেকের অনির্বাণ দেব। মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছেন হুগলির বাসিন্দা, অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী তিয়াশা পাল।

অষ্টম বালুরঘাটের বাসিন্দা, বালুরঘাট হাইস্কুলের স্বর্ণাভ নন্দী।

মায়ের সঙ্গে মেডিক্যাল জয়েন্টে প্রথম চন্দ্রচূড় মন্ডল। নিজস্ব চিত্র।

নবম পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র সৈকত শ এবং দশম রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র খড়দহের অরিৎ ভট্টাচার্য। গত ২০ জুলাই রাজ্য মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী।

বাবার সঙ্গে তৃতীয় স্থানাধিকারী সপ্তর্ষি ঘোষ। নিজস্ব চিত্র।

তার মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ১৮৩ জন। এ দিন বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ফল ঘোষণা করা হয়। ফল জানা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে।

চতুর্থ স্থানাধিকারী দ্বৈপায়ন চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

ওয়েবসাইটগুলি হল– www.examtec.com, www.examresults.net, www.indiaresults.com,

www.westbengaleducation.net,

সপ্তম স্থানাধিকারী তিয়াশা পাল। নিজস্ব চিত্র।

www.results.westbengaleducation.net। মেডিক্যাল জয়েন্টের ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএস করেও। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WBJEE।

মেডিক্যাল জয়েন্টে নবম সৈকত শ। নিজস্ব চিত্র।

স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এর পর সেই মেসেজটি পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে। শুক্রবার www.wbjee.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড।

আরও পড়ুন: মেডিক্যাল জয়েন্টের ফল আজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE