Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

দূর থেকেই দেওয়া হবে বাড়ির পড়া

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য প্রতিদিন দূরদর্শনে, ডিডি বাংলা চ্যানেলে ক্লাস নেবেন শিক্ষকেরা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ০২:১৩
Share: Save:

ভয়ঙ্কর ভাইরাসের হানাদারিতে স্কুল বন্ধ ঠিকই। তা বলে পড়াশোনা থেকে নির্ভেজাল ছুটি নয়। না পড়ুয়াদের, না শিক্ষক-শিক্ষিকাদের। করোনার জন্য যে-সব ছাত্রছাত্রী বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছে, তারা যাতে ঘরে বসেই পড়াশোনা চালু রাখতে পারে, সেই জন্য বৈদ্যুতিন প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য প্রতিদিন দূরদর্শনে, ডিডি বাংলা চ্যানেলে ক্লাস নেবেন শিক্ষকেরা। প্রথম থেকে অষ্টম শ্রেণির সব ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে ঠিকই। তবে প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে বিভিন্ন ‘অ্যাক্টিভিটি টাস্ক’ দেবেন শিক্ষক-শিক্ষিকারা।

শিক্ষামন্ত্রী জানান, ৭ থেকে ১৩ এপ্রিল প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা দূরদর্শনে, ডিডি বাংলা চ্যানেলে এই ‘শ্রেণিকক্ষ শিক্ষা’ চলবে। ‘ভার্চুয়াল ক্লাসরুম’-এ যে-ভাবে পঠনপাঠন চলে, সেই ভাবেই শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা এক-একটি নির্দিষ্ট অধ্যায়ের উপরে আলোচনা করবেন। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠান চলাকালীন ইমেল বা হোয়াটসঅ্যাপে অথবা ফোনে প্রশ্ন করতে পারবে। অনুষ্ঠানের শেষ পর্বে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ‘অ্যাক্টিভিটি টাস্ক’ বা বাড়ির কাজও দেবেন শিক্ষকেরা। অ্যাক্টিভিটি টাস্ক করে রাখতে হবে। স্কুল খুললে তা দেখাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।

আরও পড়ুন: ভারতের করোনা কি ব্রিটেনের মতো অতটা শক্তিশালী নয়?

শিক্ষামন্ত্রী জানান, প্রাক্‌-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদেরও ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক’ দেওয়া হবে। ৬ এপ্রিল থেকে বাংলা শিক্ষা পোর্টালে (https://banglarshiksha.gov.in) বা এডুকেশন হেল্পলাইনে (১৮০০১০২৮০১৪) ফোন করে সব শ্রেণির জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়া যাবে। শিক্ষকেরা প্রয়োজনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে এসএমএস, ফোন বা হোয়াটসঅ্যাপে পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে পারেন। কোনও অবস্থাতেই ছাত্রছাত্রীদের বাড়ির বাইরে বেরোতে হবে না।’’ মন্ত্রী জানান, শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন এসএমএস, ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং অ্যাক্টিভিটি টাস্কগুলি সম্পন্ন করতে তাদের সাহায্য করেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE