Advertisement
১৯ মে ২০২৪

অবশেষে কাটল জট, রাজ্যে মেডিক্যাল জয়েন্ট ২০ জুলাই

টানা এক মাসের টানাপড়েনের পরে শেষ পর্যন্ত সোমবার পুরোপুরি কাটল জয়েন্ট-জট। প্রথমে স্বাস্থ্য ভবন এবং পরে নবান্নে বৈঠকের পরে সরকারি তরফে ঘোষণা হল, আগামী ২০ জুলাই এ রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ২১:০১
Share: Save:

টানা এক মাসের টানাপড়েনের পরে শেষ পর্যন্ত সোমবার পুরোপুরি কাটল জয়েন্ট-জট। প্রথমে স্বাস্থ্য ভবন এবং পরে নবান্নে বৈঠকের পরে সরকারি তরফে ঘোষণা হল, আগামী ২০ জুলাই এ রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হবে। সন্ধ্যায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়। সরকারি তরফে এই সিদ্ধান্ত ঘোষণার ফলে এ দিন স্বস্তির শ্বাস ফেললেন রাজ্যের ৭৫ হাজার ৮০০ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

বস্তুত, রাষ্ট্রপতি অর্ডিন্যান্সে সই করার পরেও মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য মেডিক্যাল জয়েন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থমকে ছিল। এ দিন সকালে স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকের পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা এবং স্বাস্থ্যসচিব রাজেন্দ্র শুক্ল উচ্চশিক্ষা দফতর এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নবান্নে যান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় তাঁদের। বৈঠকের পরে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য সরকারি তরফে ঘোষণা করেন, রাজ্যে মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ এমবিবিএস এবং ডেন্টাল-এ ভর্তির পরীক্ষা হবে ২০ জুলাই।

যাঁরা আগেই জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য আবেদন করেছিলেন, সেই পরীক্ষার্থীদের নতুন করে কোনও আবেদন করতে হবে না। আলাদা ভাবে কোনও ফি-ও জমা দিতে হবে না। পরীক্ষার্থীদের জন্য নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ২০ তারিখ সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত বায়োলজি এবং ২টো থেকে ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে। পরীক্ষা হবে পুরনো পাঠ্যক্রমেই।

জয়েন্ট নিয়ে জটিলতা শুরু হয়েছিল মাসখানেক আগে। গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও রাজ্যই এ বার থেকে আর নিজেদের মতো করে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না। জাতীয় স্তরে মেডিক্যালে একটিই প্রবেশিকা পরীক্ষা (নিট) হবে। চলতি বছর থেকেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়। পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্য যারা নিজেদের মতো করে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা নিয়ে থাকে তারা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়ে বলে, অন্তত চলতি বছরের জন্য রাজ্যগুলিকে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার অনুমতি দেওয়া হোক, না হলে সেই রাজ্যের মেডিক্যাল জয়েন্ট পরীক্ষার্থীরা অকূল পাথারে পড়বেন। প্রায় এক সপ্তাহ শুনানির পরে সুপ্রিম কোর্ট রাজ্যগুলির সেই আবেদন খারিজ করে দেয়। জানায়, শুধু সরকারি মেডিক্যাল কলেজ নয়, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজে ভর্তি হতে গেলেও এ বছর থেকে কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে।

এর পরে বিষয়টি নিয়ে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। তার দিন কয়েকের মধ্যেই ২৪ মে শুধু চলতি বছরের জন্য রাজ্যগুলিকে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে অর্ডিন্যান্স জারি হয়। অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করলেও এ রাজ্যে স্বাস্থ্য বা শিক্ষাকর্তারা কেউই মেডিক্যাল জয়েন্ট নিয়ে তেমন আশার কথা শোনাতে পারেননি।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানিয়েছিলেন, তাঁরা জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের উত্তরপত্র নিয়েই ব্যস্ত। খাতা দেখা, ফল প্রকাশ, কাউন্সেলিং অনেক কিছু রয়েছে। মেডিক্যাল জয়েন্ট নিয়ে কোনও দিনক্ষণ জানাতে পারছেন না। একই কথা বলেছিলেন স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ও।

এরই মধ্যে রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ পর্ব শেষ হয়। সেই সময়েই স্বাস্থ্যকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, দায়িত্ব হাতে নেওয়ার পরে মুখ্যমন্ত্রীই এ ব্যাপারে শেষ কথা বলবেন। সেই ইঙ্গিতই বাস্তবে পরিণত হল এ দিন।

এ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১৭ মে। মেডিক্যাল না হলেও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট পরীক্ষা ওই দিনেই হয়ে গিয়েছে। যে হেতু ইঞ্জিনিয়ারিংয়েও বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা হয়, তাই মেডিক্যালের জন্য ফের নতুন প্রশ্নপত্র তৈরি করার কথা। সে জন্য কিছুটা সময় লাগবে। পাশাপাশি, রাজ্য জুড়ে পরীক্ষা নেওয়ার জন্য অন্য ব্যবস্থাও নিতে হবে। এ দিন সজলবাবু জানান, ফিজিক্স এবং কেমিস্ট্রির নতুন প্রশ্নপত্র তৈরি করতেই হবে। বায়োলজির ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

সাধারণ ভাবে এমবিবিএস-এ ক্লাস শুরু হয় ১ অগস্ট নাগাদ। এ বারে টালমাটাল পরিস্থিতিতে ২৪ জুলাই পরীক্ষার পরে কবে ফল প্রকাশ হবে, কবেই বা ক্লাস শুরু হবে তার পুরোটাই এখনও অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

joint examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE