চাতক দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ৪৮ ঘণ্টা। তবে বর্ষা এলেও এখনই ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা এলেও তা দক্ষিণবঙ্গে কিছুটা দুর্বল ভাবেই থাকবে। ফলে বৃষ্টি হবে অল্প। তবে তাপমাত্রা বিশেষ বাড়তে দেবে না।
মঙ্গলবারই প্রাক বর্ষার ভারী বৃষ্টিতে কিছুটা কমেছে তাপমাত্রা। বুধবার সকাল থেকেও মেঘলা ছিল আকাশ। তবে হাওয়া অফিস জানিয়েছে, যেহেতু এ বছর উত্তরবঙ্গে বর্ষার দাপট অত্যন্ত বেশি এবং আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণ বঙ্গে বর্ষা আপাতত দুর্বল ভাবে থাকবে। ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যদিও বলেন, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে। শুক্রবারের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণেও।
উল্লেখ্য, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জন্যই ১৯ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে।