বহু বছর ধরে কোনও সংস্কার হয়নি। সেই ছবিটা সেতুর জরাজীর্ণ চেহারা দেখে বেশ ভাল ভাবেই বোঝা যাচ্ছিল। সংস্কারের জন্য দাবিও উঠেছিল বার বার।
কিন্তু, এত দ্রুত ঘটনাটি ঘটবে, তা হয়তো কেউ ভাবতে পারেননি। মঙ্গলবার সকালে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেই সেতু। যদিও সাতসকালে ঘটনাটি ঘটায় কেউ হতাহত হননি। স্থানীয়রা জানিয়েছেন, সামান্য চোট পেয়েছেন নিরাপদ দাস নামে বছর সত্তরের এক বৃদ্ধ। তিনিও স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। কানা দামোদর নদের উপর খাড়াপাড়া সেতু। স্থানীয়দের অভিযোগ, প্রায় চল্লিশ বছরের পুরনো সেতুটির সংস্কারের কাজ কোনও দিনই তেমন ভাবে হয়নি। তার উপর সম্প্রতি সংস্কারের জন্য প্রচুর বালি-মাটি তোলা হচ্ছিল কানা দামোদর থেকে। স্থানীয়দের অভিযোগ, এই পুরো কাজটাই করা হচ্ছিল পুরোপুরি বেআইনি ভাবে।
দেখুন ভিডিও
প্রত্যক্ষদর্শীদের কথায়, তখন সকাল ৬.১০ -৬.১৫ হবে। বিকট আওয়াজে যেন কেঁপে উঠল গোটা এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এই সেতুটি। সেতু ভাঙার ঘটনায় বিপাকে পড়েছেন জগৎবল্লভপুরের মানুষজন। যাতায়াতের ক্ষেত্রে ঘোরতর সমস্যা তৈরি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগৎবল্লভপুরের একাংশ। জলমগ্ন বেশ কয়েকটা গ্রাম। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও।
জগৎবল্লভপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের সুমিত্রা দে অভিযোগ করেছেন, ‘‘বহু বার নিষেধ করেছিলাম। নিয়ম মেনে সংস্কারের নামে বালি-মাটি তোলা হচ্ছিল। কিন্তু, নিষেধ করে কোনও লাভ হয়নি।’’