Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Meteorological Department

‘স্বাভাবিক’ বর্ষার আশা কম

বর্ষায় গড় স্বাভাবিকের প্রায় ৯৭ শতাংশ বৃষ্টি পাবে উত্তর-পশ্চিমাঞ্চল। পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ভাগ্যে সেখানে জুটতে পারে গড় স্বাভাবিকের ৯৩ শতাংশ। মৌসম ভবনের খাতায়, গড় স্বাভাবিকের ৯৬ শতাংশের নীচে হলে সেখানে স্বাভাবিক বলা চলে না। ফলে এ বার বাংলায় বর্ষা ‘স্বাভাবিক’ হওয়ার আশা কম বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০৪:১৩
Share: Save:

বাংলার জন্য দুঃসংবাদ।

বুধবার বর্ষার দ্বিতীয় দফার পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। তাতে বলা হয়েছে, গোটা দেশে স্বাভাবিক বর্ষা হবে। কিন্তু কপাল মন্দ হতে পারে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির। আবহবিদদের গণনা অনুযায়ী, বর্ষায় গড় স্বাভাবিকের প্রায় ৯৭ শতাংশ বৃষ্টি পাবে উত্তর-পশ্চিমাঞ্চল। পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ভাগ্যে সেখানে জুটতে পারে গড় স্বাভাবিকের ৯৩ শতাংশ। মৌসম ভবনের খাতায়, গড় স্বাভাবিকের ৯৬ শতাংশের নীচে হলে সেখানে স্বাভাবিক বলা চলে না। ফলে এ বার বাংলায় বর্ষা ‘স্বাভাবিক’ হওয়ার আশা কম বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা।

মঙ্গলবারই কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে বর্ষা। মৌসম ভবন এ দিন জানিয়েছে, কর্নাটকের একাংশেও ঢুকে পড়েছে বর্ষা। পৌঁছে গিয়েছে মায়ানমারেও। শীঘ্রই উত্তর-পূর্বাঞ্চলের একাংশে বর্ষা ঢুকতে পারে। আগামী দিন তিনেকের মধ্যে দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই বর্ষা ছড়িয়ে প়়ড়তে পারে। গ্রীষ্মের বেশির ভাগ সময় রুদ্ররূপ না দেখালেও বর্ষার আগমনের আগে ক্রমশ তাপমাত্রা চড়ছে গাঙ্গেয় বঙ্গে। এই পরিস্থিতিতে আমজনতার প্রশ্ন, বর্ষা আসবে কবে? আবহবিদেরা জানান, নির্ঘণ্ট অনুযায়ী ৮ জুন বর্ষার দক্ষিণবঙ্গে পৌঁছনোর কথা। দক্ষিণ ভারতে বর্ষা ছড়ানোর পরেই এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meteorological Department Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE