ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে মঙ্গলবার তাঁর পারিবারিক অশান্তি মিটমাটের প্রচেষ্টা ভেস্তে গিয়েছে। এ বার তাই আইনি পথে সমস্যার সমাধান করতে জোরদার প্রস্তুতি নিচ্ছেন শামির স্ত্রী হাসিন জাহান।
বুধবার সকালেই কলকাতা ফেরার কথা ছিল শামি-পত্নীর। কিন্তু এ দিন তিনি থেকে গিয়েছেন রাজধানীতেই। সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা সি কে খন্নার সঙ্গে এ দিন দেখা করার চেষ্টা করেছিলেন হাসিন। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। হাসিনের দাবি, বৃহস্পতিবার সি কে খন্না দেখা করার জন্য সময় দিয়েছেন তাঁকে। এ দিন সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ফোনে হাসিন বললেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা সি কে খন্না বৃহস্পতিবার দেখা করার সময় দিয়েছেন। সেখানে তাঁর কাছ থেকে কিছু বিষয় জানতে চাইব।’’
কী জানতে চাইবেন, সে ব্যাপারে হাসিন মুখ না খুললেও কলকাতায় তাঁর আইনজীবী জাকির হুসেন শামি-পত্নীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তার দেখা করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। হাসিনের আইনজীবীর কথায়, ‘‘বোর্ড কর্তার সঙ্গে কথা বলে আমরা কিছু বিষয়ে পরিষ্কার হতে চাই। কারণ, হাসিন কখনও ম্যাচ গড়াপেটার কথা বলেনি। শামির সঙ্গে ওর একটা রেকর্ড করা ‘কল’ প্রকাশ করেছিল। সেখানে শামিকেই বলতে শোনা গিয়েছে, মহম্মদ ভাইয়ের টাকা ও আলিশবা-র কাছ থেকে আনতে গিয়েছিল।’’ জাকির আরও বলছেন, ‘‘সি কে খন্নার থেকে আমরা জানতে চাইব মহম্মদ ভাই ও আলিশবা-র সঙ্গে তাঁরা কথা বলেছিলেন কি না। কীসের ভিত্তিতে শামিকে বোর্ড বেকসুর খালাস করল সে ব্যাপারে। কেন সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।’’