প্রায় ক্ষণে ক্ষণে মর্জি বদলাচ্ছে হাওয়ামোরগ। বর্ষা নিয়ে জোরালো হতে থাকা প্রশ্ন ও সংশয় নতুন এক ঘূর্ণিঝড়ে উড়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
গ্রীষ্ম এ বার রুদ্ররূপ না-দেখানোয় বর্ষা ও বর্ষণ নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন এক দল আবহবিদ। পশ্চিম ভারতে যথেষ্ট তাপবলয় তৈরি না-হওয়ায় মৌসুমি বায়ু ঠিক কবে সক্রিয় হবে, যথেষ্ট জোরদার বর্ষণ হবে কি না— এই সব কিছু নিয়েই সংশয় প্রকাশ করছিলেন তাঁরা। মৌসুমি বায়ুর পথ মসৃণ না-ও হতে পারে বলে ওই আবহবিদদের ধারণা।
এরই মধ্যে আরব সাগরে হাজির হয়েছে নতুন অতিথি ‘সাগর’। তার প্রভাবেই চাঙ্গা হয়েছে মৌসুমি বায়ু। তাই এ বার সময়ের আগেই কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকে প়ড়তে পারে বর্ষা। নির্ঘণ্ট মেনে চললে কেরলে মৌসুমি বায়ুর ঢোকার কথা ১ জুন। নয়াদিল্লির মৌসম ভবন শুক্রবার জানিয়েছে, ২৯ মে কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারে সে। গত বছর কেরলে বর্ষা ঢুকেছিল ৩০ মে।