কৃষির উন্নতিতে আগ্রহ নেই, পশ্চিমবঙ্গ সরকার শুধু আন্দোলনই করে যাচ্ছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ। তাঁর দাবি, কৃষির উন্নতির লক্ষ্যে কেন্দ্রের নেওয়া বিভিন্ন প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ খরচ করতে না পারায় বরাদ্দ ফেরত গিয়েছে। এতে আদতে ক্ষতি হচ্ছে কৃষকদেরই। গত দু’বছরে অন্য সব রাজ্যের কৃষি দফতরের সঙ্গে তাঁর বৈঠক হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সে দশটি শহরের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কেন পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর বৈঠক হয়নি, আনন্দবাজারের সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘আমার দফতর থেকে চার-পাঁচ বার সময় চেয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হয়তো আন্দোলন নিয়ে এতই ব্যস্ত যে, আমার সঙ্গে বসার সময় পাচ্ছে না!’’ সেই সঙ্গেই তাঁর পরামর্শ, ‘‘রাজ্য সরকারকে কৃষির ক্ষেত্রে মনোযোগী হতে হবে। আন্দোলন নয়, কৃষির প্রতি মন দিন। কৃষি মজবুত হলে কৃষকের ভাল হবে, বাংলাও মজবুত হবে।’’
রাজ্য সরকার অবশ্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ। রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ‘‘মনে হচ্ছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ওই সব কথা বলেছেন।’’ সেই সঙ্গেই তাঁর কটাক্ষ, ‘‘কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর মাথায় রাখা উচিত ছিল, পশ্চিমবঙ্গ সরকার গত চার বছর পর পর কেন্দ্রের কাছ থেকেই কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে।’’ প্রসঙ্গত, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই পুরস্কার দেয় সেই সব রাজ্যকে, যারা খাদ্যশস্য উৎপাদনে সেরা।