Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
State news

বোমা-গুলি-আগুন-রক্তের পঞ্চায়েত ভোট

কেমন চলছে ভোট দেখে নিন

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৯:৪৪
Share: Save:
০১ ১৫
বেলডাঙা ১ ব্লকের সুজাপুর কুমারগ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় বুথ দখলের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির।

বেলডাঙা ১ ব্লকের সুজাপুর কুমারগ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় বুথ দখলের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির।

০২ ১৫
শান্তিপুরে ‘বুথ দখল’ করতে গিয়ে গণপিটুনির শিকার এই ছাত্র। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বলি এ পর্যন্ত ১০ জন।

শান্তিপুরে ‘বুথ দখল’ করতে গিয়ে গণপিটুনির শিকার এই ছাত্র। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বলি এ পর্যন্ত ১০ জন।

০৩ ১৫
কুলতলিতে গুলিবিদ্ধ যুবক তখনও বেঁচে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তবে ওই যুবক কোন দলের কর্মী তা এখনও জানা যায়নি।

কুলতলিতে গুলিবিদ্ধ যুবক তখনও বেঁচে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তবে ওই যুবক কোন দলের কর্মী তা এখনও জানা যায়নি।

০৪ ১৫
সম্পূর্ণ ঢাকা ঘরে ভোট দেওয়ার নিয়ম। কিন্তু পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ীতে উল্টো ছবিই দেখা গেল। ভোটদান কক্ষের পেছনে জানলা খোলা অবস্থায় দেদার ভোটগ্রহণ চলছে। পুলিশ কোনওরকম হস্তক্ষেপ করছে না।

সম্পূর্ণ ঢাকা ঘরে ভোট দেওয়ার নিয়ম। কিন্তু পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ীতে উল্টো ছবিই দেখা গেল। ভোটদান কক্ষের পেছনে জানলা খোলা অবস্থায় দেদার ভোটগ্রহণ চলছে। পুলিশ কোনওরকম হস্তক্ষেপ করছে না।

০৫ ১৫
কালিয়াগঞ্জে বিজেপির ডালিমগাঁ লোহাতারাপুর বুথে রবিবার রাতে বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে। ছোঁড়া হয় বোমা-গুলি। লোহার রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয় বুথ সভাপতি দিলীপ রজকের। তাঁর গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। একটুর জন্য প্রাণে বাঁচেন তিনি। এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। খুন হয়েছে আমডাঙা এবং কুলতলিতে।

কালিয়াগঞ্জে বিজেপির ডালিমগাঁ লোহাতারাপুর বুথে রবিবার রাতে বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে। ছোঁড়া হয় বোমা-গুলি। লোহার রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয় বুথ সভাপতি দিলীপ রজকের। তাঁর গা ঘেঁষে গুলি বেরিয়ে যায়। একটুর জন্য প্রাণে বাঁচেন তিনি। এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। খুন হয়েছে আমডাঙা এবং কুলতলিতে।

০৬ ১৫
রবিবার রাত সাড়ে ১২টা। কাকদ্বীপ থানার অন্তর্গত বুধাখালি জিপি-র ২১৩ নম্বর বুথের সিপিএম কর্মী দেবু দাস এবং স্ত্রী উষা দাস তখন ঘরের ভিতরে ঘুমে আচ্ছন্ন। ঠিক সে সময়ই বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। সেই ঝলসানো দুই মৃতদেহ পড়ে রয়েছে ঘরের ভিতর।

রবিবার রাত সাড়ে ১২টা। কাকদ্বীপ থানার অন্তর্গত বুধাখালি জিপি-র ২১৩ নম্বর বুথের সিপিএম কর্মী দেবু দাস এবং স্ত্রী উষা দাস তখন ঘরের ভিতরে ঘুমে আচ্ছন্ন। ঠিক সে সময়ই বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। সেই ঝলসানো দুই মৃতদেহ পড়ে রয়েছে ঘরের ভিতর।

০৭ ১৫
রানাঘাটে ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে। অনেক খোঁজাখুজির পর বুথের কাছে একটি পুকুর থেকে উদ্ধার হয় ব্যালট বাক্স।

রানাঘাটে ব্যালট বাক্স লুঠের অভিযোগ ওঠে। অনেক খোঁজাখুজির পর বুথের কাছে একটি পুকুর থেকে উদ্ধার হয় ব্যালট বাক্স।

০৮ ১৫
নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ীতে আহত তৃণমূল এজেন্ট।

নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ীতে আহত তৃণমূল এজেন্ট।

০৯ ১৫
ভাঙড় ২-এর বামনঘাটা হরিদাস বিদ্যাপীঠ। বুথের ভিতরে বসে রয়েছে পুলিশ। আর তার সামনেই ছাপ্পা মেরে চলেছেন এক ব্যক্তি। বিরোধীদের অভিযোগ ওই ব্যক্তি তৃণমূল কর্মী।

ভাঙড় ২-এর বামনঘাটা হরিদাস বিদ্যাপীঠ। বুথের ভিতরে বসে রয়েছে পুলিশ। আর তার সামনেই ছাপ্পা মেরে চলেছেন এক ব্যক্তি। বিরোধীদের অভিযোগ ওই ব্যক্তি তৃণমূল কর্মী।

১০ ১৫
ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুলের বিরুদ্ধে জমি কমিটির প্রার্থী শরিফুল মল্লিককে অপহরণের অভিযোগ ওঠে। ভাঙড় থানায় বসে গোটা ভোট প্রক্রিয়াটাই নাকি নিয়ন্ত্রণ করছেন আরাবুল। সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়ের উত্তর গাজিপুর। দু’পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ইটপাটকেল ছোড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ভাঙচুর করা হয় সাংবাদমাধ্যমের গাড়ি।

ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুলের বিরুদ্ধে জমি কমিটির প্রার্থী শরিফুল মল্লিককে অপহরণের অভিযোগ ওঠে। ভাঙড় থানায় বসে গোটা ভোট প্রক্রিয়াটাই নাকি নিয়ন্ত্রণ করছেন আরাবুল। সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়ের উত্তর গাজিপুর। দু’পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ইটপাটকেল ছোড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ভাঙচুর করা হয় সাংবাদমাধ্যমের গাড়ি।

১১ ১৫
সবংয়ের বলপাইয়ে প্রিসাইডিং অফিসারকে পিস্তল দেখিয়ে ভোট লুঠের অভিযোগ। অসুস্থ প্রিসাইডিং অফিসারকে সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

সবংয়ের বলপাইয়ে প্রিসাইডিং অফিসারকে পিস্তল দেখিয়ে ভোট লুঠের অভিযোগ। অসুস্থ প্রিসাইডিং অফিসারকে সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

১২ ১৫
ময়ৃরেশ্বরে ১ নম্বর ব্লকের মুরুলীডাঙাল গ্রামে ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন ভোটাররা। আর তাঁদের জল-বাতাসা দেওয়া হচ্ছে। দিচ্ছেন তৃণমূলের কর্মীরা। বিরোধীদের অভিযোগ এমনই।

ময়ৃরেশ্বরে ১ নম্বর ব্লকের মুরুলীডাঙাল গ্রামে ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন ভোটাররা। আর তাঁদের জল-বাতাসা দেওয়া হচ্ছে। দিচ্ছেন তৃণমূলের কর্মীরা। বিরোধীদের অভিযোগ এমনই।

১৩ ১৫
তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দল প্রার্থীর সমর্থক এক মহিলা সহ তিন জনকে মারধর করার অভিযোগ ওঠে। তমলুক জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দল প্রার্থীর সমর্থক এক মহিলা সহ তিন জনকে মারধর করার অভিযোগ ওঠে। তমলুক জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

১৪ ১৫
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বারিদাতে মনু হাঁসদার মৃতদেহ ভোট কেন্দ্রের সামনে রেখে বিক্ষোভ দেখায় বিজেপি। ভোটদানে বাধা দেওয়া হয়।। পুলিশি হস্তক্ষেপে আধঘন্টা ভোট বন্ধ থাকার পর ভোট চালু হয়েছে। মনু হাঁসদা বিজেপি কর্মী। শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথায় চোট পেয়ে গুরুতর জখম হন মনু। রবিবার ওড়িশার একটি হাসাপাতালে তিনি মারা যান।

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বারিদাতে মনু হাঁসদার মৃতদেহ ভোট কেন্দ্রের সামনে রেখে বিক্ষোভ দেখায় বিজেপি। ভোটদানে বাধা দেওয়া হয়।। পুলিশি হস্তক্ষেপে আধঘন্টা ভোট বন্ধ থাকার পর ভোট চালু হয়েছে। মনু হাঁসদা বিজেপি কর্মী। শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথায় চোট পেয়ে গুরুতর জখম হন মনু। রবিবার ওড়িশার একটি হাসাপাতালে তিনি মারা যান।

১৫ ১৫
অজগড়পাড়ায় সিপিএম সমর্থকের বাড়িতে আগুন নেভানোর কাজ করছে দমকল। আগুন কী ভাবে লাগলো তা জানা যায়নি। তবে সিপিএমের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই আগুন লাগিয়েছে।

অজগড়পাড়ায় সিপিএম সমর্থকের বাড়িতে আগুন নেভানোর কাজ করছে দমকল। আগুন কী ভাবে লাগলো তা জানা যায়নি। তবে সিপিএমের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই আগুন লাগিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy