ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) গণনা-পত্র সংক্রান্ত সময়সীমা নির্বাচন কমিশন ইতিমধ্যে সাত দিন বাড়ালেও, তা ৩০ দিন করার দাবি তুলল কংগ্রেস। এই দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কাছে লিখিত ভাবে আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত দত্ত, আশুতোষ চট্টোপাধ্যায়েরা। তাঁদের বক্তব্য, ‘সময় না-বাড়ালে গণনা-পত্র অসম্পূর্ণ থাকা, তথ্য তোলার মতো নানা ক্ষেত্রে সমস্যা হতে পারে।’ কংগ্রেসের অভিযোগ, সাত দিন সময়সীমা বৃদ্ধির বিষয়টিও ঠিক ভাবে না-জানায় বুথ লেভল অফিসারদের (বিএলও) একাংশ পূরণ করা গণনা-পত্র জমা নিচ্ছেন না। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে শুনানি প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা রাখা এবং মৃত, স্থানান্তরিত ভোটারদের তথ্য বুথ ভিত্তিতে দৈনিক ভাবে যাতে জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করে, সেই দাবিও তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। সময়সীমা বাড়ানো, মৃত বিএলও-দের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে এ দিন অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগীর সঙ্গে দেখা করে দাবিপত্র দিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্বও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)