যাবতীয় ওয়াকফ সম্পত্তির তথ্য আজ, ৬ ডিসেম্বরের মধ্যে পোর্টালে নথিভুক্ত করার জন্য কেন্দ্র নির্দেশ দিয়েছে। তবে সেই সময়সীমা বাড়ানোর দাবিতে এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শুক্রবার লিখিত ভাবে আর্জি জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর কাছেও চিঠি লিখেছিলেন অধীর। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে ‘সব থেকে বেশি’ দেড় লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে, তা জানিয়ে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অধীর এ দিন বলেছেন, ‘অনেক ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ধর্মীয় কারণে ওয়াকফ সম্পত্তিগুলি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র নেই। ফলে, আগামী কালের মধ্যে ‘উমীদ’ পোর্টালে এই নিবন্ধন করতে ওয়াকফ-তত্ত্ববধায়কেরা খুবই সমস্যায় পড়ছেন। দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই সমস্যা বেশি।’ অধীরের আর্জি, যত ক্ষণ না শেষ ওয়াকফ সম্পত্তিটির তথ্য নিবন্ধন না হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত সময় বাড়ানো হোক। প্রসঙ্গত, এর আগে রিজিজুর সঙ্গে দেখা করে একই দাবি তুলেছেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীও। সাংসদের দাবি, মন্ত্রী সময় বাড়ানোর বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)