Advertisement
E-Paper

বক্তা সূর্যকান্ত, নীরবে বেরিয়ে গেলেন বুদ্ধদেব

রাজ্য সম্পাদকের ওই ভাষণ শুনতে শুনতে মাঝে মাঝেই উশখুস করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যবাবু যখন ফ্রান্সে বামপন্থীদের ভূমিকা এবং সিপিএমের ‘দলীয় গণতন্ত্র’ ব্যাখ্যা করছেন, তখনই নীরবে মঞ্চ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৪:০৪
প্রস্থান: সুর্যকান্ত মিশ্রের বক্তৃতা চলছে। বেরিয়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার মহাজাতি সদনে সিপিএম নেতা মুজফ্ফর আহমেদের ১২৯তম জন্মদিন পালনের দলীয় অনুষ্ঠানে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

প্রস্থান: সুর্যকান্ত মিশ্রের বক্তৃতা চলছে। বেরিয়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার মহাজাতি সদনে সিপিএম নেতা মুজফ্ফর আহমেদের ১২৯তম জন্মদিন পালনের দলীয় অনুষ্ঠানে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

ততক্ষণে পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা করা হয়ে গিয়েছে তাঁর। একবারও বললেন না, সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী না করার দলীয় সিদ্ধান্ত কতদূর ‘সঠিক’ ছিল। সিপিএমের মতো ‘শৃঙ্খলাবদ্ধ’ দলে সে কথা প্রকাশ্যে বলার সুযোগও হয়তো নেই। কিন্তু ঘুরিয়ে নাক দেখানোর মতো ফ্রান্সে মধ্যপন্থীদের যে বামপন্থীরা সমর্থন করেছে, তার সাতকাহন প্রশংসা করে তখনও বলে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এবং বোঝানোর চেষ্টা করেছেন, ‘গণতান্ত্রিক’ সিপিএমে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের মত মানতে হয়।

রাজ্য সম্পাদকের ওই ভাষণ শুনতে শুনতে মাঝে মাঝেই উশখুস করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যবাবু যখন ফ্রান্সে বামপন্থীদের ভূমিকা এবং সিপিএমের ‘দলীয় গণতন্ত্র’ ব্যাখ্যা করছেন, তখনই নীরবে মঞ্চ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিমান বসু, সূর্যবাবুরা কেউ খেয়াল করলেন বলে মনে হল না। পিছনে বসা সুজন চক্রবর্তীকে কিছু একটা বলে চুপচাপ বেরিয়ে গেলেন বুদ্ধবাবু। বক্তৃতা তখনও চলছে।

শনিবার মহাজাতি সদনে সিপিএম নেতা মুজফ্ফর আহমেদের ১২৯তম জন্মদিন পালনের দলীয় অনুষ্ঠানে এটিই ছিল নজরকাড়া মুহূর্ত। রাজ্য সম্পাদকের বক্তৃতায় রুটিনমাফিক ছিল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ। সেখানে রাজ্যের বেকারত্ব, পাহাড় সমস্যা বা জিএসটি কোনও প্রসঙ্গই বাদ যায়নি। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের উদাসীনতাকে বিঁধেছেন বিমানবাবু।

Surjya Kanta Mishra Buddhadeb Bhattacharjee বুদ্ধদেব ভট্টাচার্য সুর্যকান্ত মিশ্র CPIM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy