Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উড়ালপুলে তদন্ত নেই কেন্দ্রের, প্রশ্ন সেলিমের

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার কেন নিজেরা তদন্তের নির্দেশ দিচ্ছে না, এ বার প্রশ্ন তুলল সিপিএম। তাদের যুক্তি, ওই উড়ালপুল তৈরি হচ্ছিল জেএনএনইউআরএম প্রকল্পের আওতায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০৩:২৯
Share: Save:

বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার কেন নিজেরা তদন্তের নির্দেশ দিচ্ছে না, এ বার প্রশ্ন তুলল সিপিএম। তাদের যুক্তি, ওই উড়ালপুল তৈরি হচ্ছিল জেএনএনইউআরএম প্রকল্পের আওতায়। যে প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ৩৫% আর্থিক সহায়তা আছে। সেই সুবাদেই কেন্দ্র এমন বিপর্যয়ের ঘটনায় তদন্ত করাতে পারে বলে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের দাবি।

পোস্তার ওই উড়ালপুলের কাজ শুরু হয়েছিল বাম জমানায়। তার জন্য বিগত বাম সরকারের ঘাড়েই বিপর্যয়ের পরে প্রথম দায় চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ভাবে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ, রাহুল সিংহেরাও দাবি করেছিলেন, কালো তালিকাভুক্ত একটি সংস্থাকে নির্মাণের দায়িত্ব দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল বাম সরকারও। তাই তদানীন্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যকে গ্রেফতারের দাবিও তুলেছিলেন তাঁরা। অশোকবাবু অবশ্য আগেই জানিয়েছিলেন, যে সময়ে জেএনএনইউআরএম-এর আওতায় প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তখন ওই সংস্থা আদৌ কালো তালিকাভুক্ত ছিল না। এ বার বিজেপি-তৃণমূলকে পাল্টা তোপ দেগেছেন সেলিম।

কলকাতা জার্নালিস্ট্‌স ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মঙ্গলবার সেলিম বলেন, ‘‘বিজেপি সাংবাদিক সম্মেলন করে হাওয়া তোলার চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আইনত যেটা পারে, সেই তদন্তটাই করাচ্ছে না! এর থেকে মোদীভাই-দিদিভাই আঁতাঁত ফের বোঝা যাচ্ছে!’’ এর পাশাপাশিই সেলিমের আরও দাবি, এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে বরাত প্রদানকারী এবং নির্মাণ সংস্থা ছাড়াও তৃতীয় পক্ষকে দিয়ে মাল-মশলার মূল্যায়ন করানো হয়। সেলিমের দাবি, তালিকা ধরে দক্ষিণ কলকাতার সাহেববাগান এবং সল্টলেকের এ-ই ব্লকে সেই ধরনের দু’টি সংস্থার ঠিকানায় খোঁজ করে দেখা গিয়েছে, ওই কোম্পানিই ভুয়ো! স্থানীয় স্তরে তৃণমূল ও বিজেপি-র নেতারা ওই সংস্থাগুলির সঙ্গে জড়িত বলেও সেলিমের অভিযোগ। তাঁর বক্তব্য, ‘‘তদন্ত হলে সব তথ্যই দিয়ে দেব।’’ তৃণমূল এবং বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

flyover collapse central government mohammad salim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE