কেন পশ্চিমবঙ্গের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঐকমত্য হচ্ছে না, তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর আপত্তির কারণ সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন।
আজ সুপ্রিম কোর্ট রাজ্যপালের সেই মুখবন্ধ খামে দেওয়া গোপন রিপোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের কাছে পাঠাল। তিনি তা খতিয়ে দেখে নিজের মতামত জানাবেন।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতভেদ কাটাতে সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ ও সিলেকশন’ কমিটি তৈরি করে দিয়েছিল। সেই কমিটির সুপারিশ করা প্রার্থী তালিকা থেকেই নাম পছন্দ করে মুখ্যমন্ত্রী তা রাজ্যপালের কাছে পাঠাচ্ছেন। রাজ্যের ৩৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি-তে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়ে গেলেও ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে রয়েছে। তার মধ্যে কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতীর মতো বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মুখ্যমন্ত্রীর পছন্দের ক্রমতালিকা নিয়ে রাজ্যপাল একমত নন।
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত রাজ্যপালের আপত্তির কথা জানিয়ো মুখবন্ধ খামের রিপোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট নিজে হস্তক্ষেপ করার আগে তাঁর মতামত নিতে চাইছে। আগামী সপ্তাহে ১৫ মে ফের এই মামলার শুনানি হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)