বেলদায় তৃণমূল নেতার ভাইপো খুনে গ্রেফতার করা হল তাঁর স্ত্রীকে। গ্রেফতার করা হয়েছে স্ত্রীর প্রেমিক ও প্রেমিকের বন্ধুকে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ এলাকায় রেললাইনের ধার থেকে শেখ হাসিবুল রহমানের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি খড়গপুর লোকাল থানার সাঁকোয়া আরুনখাগড়া গ্রামে। খড়্গপুর ২ গ্রাম পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল অঞ্চল কোর কমিটির সদস্য আনিসুর রহমানের ভাইপো তিনি। তদন্তে নেমে খড়্গপুর জিআরপি হাসিবুলের স্ত্রী মুক্তারা বিবিকে গ্রেফতার করে। এর পর রবিবার দুপুরে গ্রেফতার করা হয় রিতেশ রানা ও শান্তনু পাত্র নামে দু’জনকে। তদন্তকারীদের সূত্রে খবর, রিতেশ মুক্তারার প্রেমিক। আর শান্তনু রিতেশের বন্ধু।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মুক্তারাকে রবিবারই খড়্গপুর আদালতে হাজির করানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে রেল পুলিশ। বিচারক তাঁকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। রেল তাঁদের সোমবার আদালতে হাজির করানো হবে। রিতেশের বাড়ি নারায়ণগড় থানার বাগরুই গ্রামে। আর শান্তনুর বাড়ি বেলদা থানার বাখরাবাদ গ্রামে। তদন্তকারীদের অনুমান, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপড়েনের জেরেই খুন হয়েছেন হাসিবুল।
খড়্গপুর জিআরপির এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ‘‘দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর প্রেমিক ও তাঁর এক বন্ধু গ্রেফতার হয়েছে। মৃতের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’
বাখরাবাদ রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের ধারে বস্তায় বাঁধা অবস্থায় হাসিবুলের দেহ দেখতে পান স্থানীয়েরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পর হাসিবুলের দেহ পরিবারের হাতে তুলে দেয়। আনিসুর জানিয়েছেন, তার ভাইপো একটি বেসরকারি কারখানায় কাজ করত। বুধবার টাকা নিয়ে কলকাতায় যাওয়ার জন্য বেরিয়েছিল। শুক্রবার খবর পাওয়া যায় রেললাইনের ধারে দেহ উদ্ধার হয়েছে। ছবি দেখে চিহ্নিত করতে থানায় যান। কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না হাসিবুল। কী কারণে এই ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।