সরস্বতীপুজোর খুব বেশি দেরি নেই। এ বছর পূর্ব বর্ধমানের কলনায় সবচেয়ে বেশি চাহিদা ‘কিউট’ প্রতিমার। সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স)।
কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার দিয়ে নিজেদের পছন্দ মতো সরস্বতীর ছবি তৈরি করছেন বিভিন্ন ক্লাবের সদস্যেরা। তার পরে সেই ছবি দিয়ে দিচ্ছেন মৃৎশিল্পীদের কাছে। সেই মতো মূর্তি তৈরি করে দিচ্ছেন মৃৎ শিল্পীরা।
এই বছর পূর্ববর্ধমানের কালনার ক্লাবগুলিতে এই ধরনের এআই কিউট প্রতিমার চাহিদা সব থেকে বেশি। সাবেকিয়ানা প্রতিমাকে ছাপিয়ে বিশেষ ধাঁচের প্রতিমাই নজর কাড়বে বিভিন্ন পুজো মণ্ডপে। কালনা থানার অন্তর্গত হাটগাছা এলাকায় শিল্পী তাপস পালের নিপুণ শিল্পকুশলতায় তৈরি হচ্ছে অভিনব আদলের প্রতিমা। নয়া ধাঁচের প্রতিমা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। একটি বা দুটি নয়, শিল্পী তাপস তৈরি করেছেন এই ধরনের আটটি সুন্দর প্রতিমা, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে। শুধু হাটগাছাই নয়, কালনার বকুলতলা এলাকার শিল্পী নারায়ণ দাস ওরফে পাঁচুও ব্যস্ত নতুন আদলের প্রতিমা তৈরিতে।
আরও পড়ুন:
দু’জন-সহ অন্যান্য শিল্পীরা জানাচ্ছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের রুচি ও পছন্দ বদলেছে। আধুনিক প্রজন্ম এখন অভিনবত্ব চায়। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই সাবেকি প্রতিমার পাশাপাশি জায়গা করে নিচ্ছে ‘এআই-কিউট’ প্রতিমা। কালনার ঐতিহ্যপূর্ণ সরস্বতী পুজোর বেশ কয়েকটি মণ্ডপে অভিনব প্রতিমা স্থান পাচ্ছে। শহরের একাধিক ক্লাব আধুনিক ভাবনায় পুজো সাজাতে উদ্যোগী হয়েছে। বারুইপাড়ার স্বর্ণদ্বীপ ক্লাব, রূপালিকা ক্লাব, বন্ধু সমিতি ক্লাব, সমাপ্তি সংঘের মণ্ডপে থাকছে নয়া আঙ্গিকের সরস্বতী প্রতিমা। পাশাপাশি জিউধারা বারোয়ারি সমিতিও সুদৃশ্য মণ্ডপসজ্জার সঙ্গে দর্শনার্থীদের আকর্ষণের জন্য বেছে নিয়েছে এই ধরনের প্রতিমা।