মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্যের আর্জি জানালেন মণিপুরে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের স্ত্রী কৌশল্যা যাদব। ভাটপাড়ার সুন্ধিয়াপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিএসএফ জওয়ান রঞ্জিত দু’বছর আগে ২০২৩ সালের ৬ জুন মণিপুরে জঙ্গিদের গুলিতে নিহত হন। বাড়িতে তাঁর স্ত্রী, সন্তান, বৃদ্ধা মা ও বিশেষ চাহিদাসম্পন্ন বোন আছেন। সংসার চলে ওই জওয়ানের অবসরকালীন ভাতার টাকায়।
নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ছিলেন ৬ প্যারা এসএফ-এ কর্মরত ঝন্টু আলি শেখ। জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার পরেই উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি। ঝন্টুর দাদা এবং বৌদিও ভারতীয় সেনায় কর্মরত। ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিনকে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রঞ্জিতের স্ত্রী ও মা ভারতী যাদবের আর্জি, মুখ্যমন্ত্রী যেন তাঁদের জন্যও সরকারি চাকরি ও আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করেন। কৌশল্যা বলেন, ‘‘দেশের জন্য আমার স্বামীও প্রাণ দিয়েছেন। আজ আমরা কী ভাবে খাবারের টাকা জোগাড় করব, কোথা থেকে চিকিৎসার খরচ আসবে, তা নিয়ে ভাবতে গিয়েই দিশাহারা। শাহনাজের মতো আমাকেও একটি চাকরি দিন মুখ্যমন্ত্রী। আমরাও একটু সুস্থ ভাবে বাঁচতে চাই।’’
কৌশল্যা জানান, তিনি ইতিমধ্যেই এই আর্জি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন। পাশাপাশি, জেলা প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)