Advertisement
১৯ এপ্রিল ২০২৪
North 24 Pargana

কোভিডের উপসর্গ নিয়ে মৃত্যু মহিলার, দেহ সৎকার নিয়ে জটিলতা

শনিবার রাতে মৃত্যু হয় আভা সাহা নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলার

এই বাড়িতেই মৃত্যু হয়েছে মহিলার

এই বাড়িতেই মৃত্যু হয়েছে মহিলার নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৫:০৬
Share: Save:

এক মহিলার মৃতদেহ সৎকার নিয়ে জটিলতা উত্তর ২৪ পরগনার বারাসতে। মহিলার করোনার উপসর্গ ছিল বলে দাবি পরিবার ও স্থানীয়দের। যদিও কোনও টেস্ট করানো হয়নি। শনিবার রাতে মৃত্যু হয় আভা সাহা নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলার। রবিবার সকাল থেকে দেহ সৎকার করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে বারাসতের বাণীকণ্ঠ নগর এলাকায়।

স্থানীয়দের বক্তব্য, মহিলা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর কোভিডের উপসর্গ ছিল। ডাক্তার দেখানো হলে কোভিড টেস্ট করার কথা বলা হয়। যদিও সেই টেস্ট করা হয়নি। মহিলার স্বামীও অসুস্থ। তাই তিনিও উদ্যোগী হতে পারেননি। শনিবার রাতে আভা সাহার মৃত্যু হয়।

এ দিকে মহিলার মৃত্যুর পরই বাণীকণ্ঠ নগরে আতঙ্ক ছড়িয়েছে। দেহ সৎকার করা নিয়ে জটিলতা শুরু হয়েছে। স্থানীয়রা সৎকারের বিষয়ে উচ্চবাচ্য করছেন না। পুরসভায় খবর দেওয়া হলেও এখনও পর্যন্ত তাদের হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE