রান্নার গ্যাসের দাম ৬ বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই অভিযোগে সোমবার মহাত্মা গাঁধী রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। সিলিন্ডার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রদেশ যুব কংগ্রসের সাধারণ সম্পাদক শেখ হবিবুর রহমান, মহম্মদ সরফরাজ, পারভেজ খান, পঙ্কজ সোনকারেরা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলে যে সিলিন্ডারের দাম ৪১৪ টাকা ছিল, নরেন্দ্র মোদীর আমলে সেটাই এখন ৮৯৬ টাকা হয়েছে— এই তথ্য লেখা পোস্টার নিয়ে এসেছিলেন তাঁরা।