ত্রিপুরায় যুব তৃণমূলনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে ডায়মন্ড হারবারে প্রতীকী বিক্ষোভ করলেন তাঁর দলের কর্মীরা। রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার-১ ব্লকের বাসুলডাঙা অঞ্চলে যুব তৃণমূল কর্মীরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করেন। পরে কিছু ক্ষণের জন্য পথ অবরোধও করেন তাঁরা।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে। ওই রাজ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপি-র তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল নেতা-কর্মী। এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করে টুইট করেন অভিষেক। ঘটনাচক্রে, এর পরেই গ্রেফতার করা হয় সায়নীকে। এই ঘটনার প্রতিবাদে ডায়মন্ড হারবারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শাসকদলের যুব নেতা-নেত্রীরা।