Advertisement
০৩ মে ২০২৪

তাপসের বিরুদ্ধে মামলার ভবিষ্যৎ ঠিক হবে আজ

উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু পুলিশ এই ব্যাপারে নিষ্ক্রিয় বলে অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে যে-মামলা হয়েছে, আজ, বুধবার তার ভবিষ্যৎ ঠিক হবে। মামলার আবেদনকারী পুলিশের কাছে ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কি না, উচ্চ আদালত আজই তা জানতে চেয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ০৩:০৩
Share: Save:

উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু পুলিশ এই ব্যাপারে নিষ্ক্রিয় বলে অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে যে-মামলা হয়েছে, আজ, বুধবার তার ভবিষ্যৎ ঠিক হবে। মামলার আবেদনকারী পুলিশের কাছে ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কি না, উচ্চ আদালত আজই তা জানতে চেয়েছে।

তাপসবাবু গত ১৪ জুন নদিয়ার একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার পরেও তাঁকে গ্রেফতার করা হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং তাপসবাবুকে গ্রেফতারের দাবি জানিয়ে কৃষ্ণনগরের এক আইনজীবী হাইকোর্টে মামলা করেন।

মঙ্গলবার মামলাটি বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে শুনানির জন্য উঠেছিল। বিচারপতি দত্ত আবেদনকারীর আইনজীবীর কাছে জানতে চান, আবেদনকারী ইতিমধ্যে পুলিশের কাছে ওই সাংসদের বিরুদ্ধে কোনও অভিযোগ জানিয়েছেন কি না। যদি থানায় অভিযোগ না-জানানো হয়ে থাকে, তা হলে তিনি এটিকে ‘জনস্বার্থের মামলা’ হিসেবে বিবেচনা করে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেবেন বলে বিচারপতি দত্ত জানিয়ে দেন। আবেদনকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি বলেন, আবেদনকারী পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেছেন কি না, বুধবারেই সেটা আমায় জানান। তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব।

বিচারপতি দত্ত জিপি (গভর্নমেন্ট প্লিডার) এ দিন অশোক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, ওই সাংসদ কী মন্তব্য করেছেন, তা তিনি জানেন কিনা। জিপি বলেন, ‘‘আমি কিছু বলতে পারব না। তবে এই মামলাটি জনস্বার্থের মামলা হিসেবেই বিবেচিত হওয়া উচিত।’’

নাকাশিপাড়ায় ১৪ জুন ঠিক কী বলেছিলেন তাপস পাল?

ওই তৃণমূল সাংসদ এলাকায় ছেলেদের ঢুকিয়ে রেপ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। নিজের রিভলভার থেকে গুলি চালাবেন বলেও তড়পান। এ-হেন উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগ পেয়েও পুলিশ ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

তাপসবাবুকে গ্রেফতারের দাবিতে বিজেপির কর্মী-সমর্থকেরা এ দিন ক্যানিংয়ে মিছিল এবং পথ অবরোধ করেন। সকালে ক্যানিংয়ের রেল মাঠ থেকে প্ল্যাকার্ড, ব্যানার ও ফ্লেক্স নিয়ে ওই মিছিল বেরোয়। বিভিন্ন এলাকা পরিক্রমার পরে মিছিল পৌঁছয় ক্যানিংয়ের বিডিও অফিসের সামনে। সেখানে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে অবরোধ তোলে।

ক্যানিং-১ ব্লকের বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন, “জনপ্রতিনিধি হয়ে তাপস পাল জনসমক্ষে যে-ভাবে প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন, তার জন্য তাঁকে শাস্তি হওয়া উচিত।” বামনগাছিতে কলেজছাত্র সৌরভ চৌধুরীর হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে গ্রেফতারের দাবিও জানানো হয় এ দিনের মিছিলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tapas pal hate speech case high court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE