Advertisement
২০ মে ২০২৪
সারদা কাণ্ড

দুর্নীতির সীমা ছাড়িয়েছে তৃণমূল, সরব বাবুল

রাজ্যে জোরদার প্রচার চলছেই। দিল্লিতে সংসদে সরব হয়েছেন দলের মন্ত্রী-সাংসদেরা। এ বার দেশের অন্যান্য প্রান্তেও তৃণমূলের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারি নিয়ে প্রচার ছড়িয়ে দিতে শুরু করল বিজেপি। সারদা কেলেঙ্কারি নিয়ে তৃণমূল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০২:৪২
Share: Save:

রাজ্যে জোরদার প্রচার চলছেই। দিল্লিতে সংসদে সরব হয়েছেন দলের মন্ত্রী-সাংসদেরা। এ বার দেশের অন্যান্য প্রান্তেও তৃণমূলের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারি নিয়ে প্রচার ছড়িয়ে দিতে শুরু করল বিজেপি।

সারদা কেলেঙ্কারি নিয়ে তৃণমূল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ বাবুল মুম্বইয়ে বলেন, “তৃণমূলকে এখন শুধু সব চেয়ে দুর্নীতিগ্রস্ত দল বললে ঠিক হবে না! দুর্নীতির সমস্ত মাত্রা তারা অতিক্রম করে গিয়েছে!” মমতাই কি সারদা থেকে সব চেয়ে বেশি সুবিধা পেয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাবুল অবশ্য ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন, “এই বিষয়ে মুখ খুললে আপনারা (সংবাদমাধ্যম) ব্রেকিং নিউজ শুরু করে দেবেন!” কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে বেআইনি অর্থ লগ্নি সংস্থা সংক্রান্ত কেলেঙ্কারির সব তথ্যই বেরিয়ে আসবে বলে দাবি করেছেন বাবুল।

তৃণমূলকে বিঁধতে গায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলকে যে নানা জায়গায় তাঁরা ব্যবহার করতে চান, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। সেই কাজটাই এ বার বাবুল করেছেন বলে মনে করা হচ্ছে। মুম্বই শিল্পী বাবুলের পুরনো কর্মক্ষেত্র। সেখানে তাঁর জনপ্রিয়তা আগে থেকেই আছে। বিজেপি সূত্রের বক্তব্য, বুঝেশুনেই মুম্বইয়ে দাঁড়িয়ে থেকে সারদা কেলেঙ্কারি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন বাবুল। এই ভাবেই সারা দেশে তৃণমূল-বিরোধী হাওয়া ছড়িয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। বাবুল এ দিন আরও বলেন, “আগে মমতা সব বিষয়েই সিবিআই তদন্ত দাবি করতেন! সেই মমতাই এখন সিবিআই-এর বিরোধিতা করছেন। তবে এর মধ্যে যুক্তি নেই।”

মন্ত্রী বাবুলের কাজকে অবশ্য রাজ্যের পক্ষে অসম্মানজনক বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। রাজ্যের শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “গায়ক থেকে রাজনীতিতে এসেছেন উনি। এখনও আদব-কায়দা জানেন না! এ রাজ্য থেকে নির্বাচিত হয়েই কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। অথচ অন্য রাজ্যে গিয়ে এ রাজ্যের সম্মান নষ্ট করছেন!” মুম্বইয়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল বলেই তৃণমূল নেতৃত্বের দাবি। পার্থবাবুর কটাক্ষ, “বাবুলেরা শিখবেনই বা কার কাছ থেকে? ওঁদের দলের সিদ্ধার্থনাথ সিংহ, রাহুল সিংহেরা যা করছেন! মন্ত্রিসভার সদস্যের এমন আচরণে প্রধানমন্ত্রীর কি সম্মান বাড়ছে?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha scam babul supriyo tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE