Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দলবদলের টক্কর দুই দলে

এক দিকে তৃণমূল, অন্য দিকে কংগ্রেস। দলবদলে রবিবার দু’পক্ষই টেক্কা দিল একে অপরকে। কংগ্রেসের গড় বাঘমুণ্ডি থেকে কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের এক নেতাকে এ দিন দলে টেনেছে তৃণমূল। সেই সঙ্গে এক ফরওয়ার্ড ব্লক নেতা ও সিপিএম নেতাও এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিতে, কোটশিলা থেকে তৃণমূলের এক নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য-সহ দুই নেতাকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:০১
Share: Save:

এক দিকে তৃণমূল, অন্য দিকে কংগ্রেস। দলবদলে রবিবার দু’পক্ষই টেক্কা দিল একে অপরকে। কংগ্রেসের গড় বাঘমুণ্ডি থেকে কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের এক নেতাকে এ দিন দলে টেনেছে তৃণমূল। সেই সঙ্গে এক ফরওয়ার্ড ব্লক নেতা ও সিপিএম নেতাও এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিতে, কোটশিলা থেকে তৃণমূলের এক নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য-সহ দুই নেতাকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

সপ্তাহ দুয়েক আগে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির সাতজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। বাঘমুণ্ডিতে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তার জেরে ওই পঞ্চায়েত সমিতি তৃণমূল দখলে পায়।

জেলা কংগ্রেস নেতারা দাবি করেছিলেন, তাঁরা ফের কংগ্রেসে ফিরে আসবেন। যদিও তা হয়নি। ওই সদস্যেরা তৃণমূলের জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে ক’দিন আগে বিরাট মিছিল করে পঞ্চায়েত সমিতির অফিসে যান।

তারই পাল্টা যেন এ দিন দেখাল কংগ্রেস। এ দিন ঝালদায় শহর কংগ্রেসের সম্মেলনে দুই তৃণমূল নেতা স্থানীয় বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর উপস্থিতিতে যোগ দেন কংগ্রেসে। তৃণমূলত্যাগী ওই নেতারা হলেন ঝালদা ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুচাঁদ কুমার ও ঝালদা ২ ব্লকে তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি কেদারনাথ মাহাতো। সুচাঁদবাবু বলেন, ‘‘আমি এই ব্লকের নওয়াহাতু অঞ্চলেরও দায়িত্বে ছিলাম। কিন্তু দিশাহীনতার কারণেই তৃণমূল ছাড়লাম। কেননা এই মুর্হূতে আমাদের এলাকায় দলে গণতান্ত্রিক পরিবেশ নেই। কে কী কাজের দায়িত্বে রয়েছে কেউ জানেন না।’’

অন্যদিকে এ দিনই ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ও সিপিএম থেকে তিন নেতা যোগ দিলেন তৃণমূলে। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কুইরী, কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের জেলা কমিটির সদস্য হীরাধর কুইরী ও সিপিএমের বাঘমুণ্ডি লোকাল কমিটির এক নেতা-সহ বাঘমুণ্ডির তিন বাম নেতা এ দিন পুরুলিয়া শহরে জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর কাছে এসে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি।

অন্যদিকে এ দিন ঝালদা শহর কংগ্রেসের সম্মেলনে ঝালদার প্রাক্তন পুরপ্রধান রঘুনন্দন দাস ফের কংগ্রেসে যোগ দিয়েছেন। গত পুর নির্বাচনে টিকিট না পেয়ে রঘুনন্দনবাবু নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তখনই ওই নেতাকে বরখাস্ত করেছিল কংগ্রেস। এ দিন তিনি ফের তাঁকে কংগ্রেসেই ফেরানো হল বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।

স্কুলে অনুষ্ঠান। রবিবার বাঁকুড়ার রামকৃষ্ণনগরের সত্যনারায়ণ আকাদেমি স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান হল। যোগ দিয়েছিল স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। আবৃত্তি, নাটক এবং নাচের অনুষ্ঠান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE