Advertisement
০২ মে ২০২৪

নতুন বাসের জন্য বিমা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

কোটি টাকা খরচে কেনা হয়েছে ঝাঁ-চকচকে নতুন বাস। ওই সব এসি বাসে যাত্রী স্বাচ্ছন্দ্যের কমতি নেই। হলে কী হবে! একটি দুর্ঘটনা ধূলিসাৎ করে দিতে পারে যাবতীয় স্বাচ্ছন্দ্য। নিমেষে জনরোষে পুড়ে যেতে পারে বাস। অথবা ভাঙচুর করে দিতে পারেন উত্তেজিত জনতা। এত দিন পর্যন্ত জনরোষে কিংবা দুর্ঘটনায় বাস ভাঙচুর হলে গাঁটের কড়ি খরচ করে তা সারাতে হত সরকারকেই।

অত্রি মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০৩:৪০
Share: Save:

কোটি টাকা খরচে কেনা হয়েছে ঝাঁ-চকচকে নতুন বাস। ওই সব এসি বাসে যাত্রী স্বাচ্ছন্দ্যের কমতি নেই। হলে কী হবে! একটি দুর্ঘটনা ধূলিসাৎ করে দিতে পারে যাবতীয় স্বাচ্ছন্দ্য। নিমেষে জনরোষে পুড়ে যেতে পারে বাস। অথবা ভাঙচুর করে দিতে পারেন উত্তেজিত জনতা। এত দিন পর্যন্ত জনরোষে কিংবা দুর্ঘটনায় বাস ভাঙচুর হলে গাঁটের কড়ি খরচ করে তা সারাতে হত সরকারকেই। মেরামতের অবস্থায় না থাকলে ওই সব বাস পড়ে থাকত ডিপোর জঞ্জালে। এ বার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা ঝাঁ-চকচকে ওই সব বাসের জন্য বিমা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেই মতো গত দু’মাসে জেএনএনইউআরএম প্রকল্পে কেনা এমন ৬৩টি বাসের জন্য কোন সংস্থার কাছে বিমা করা হবে, তা চূড়ান্ত করে ফেলেছে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (সিএসটিসি)। ৬৩টি বাসের জন্য বিমার কিস্তি-পিছু বছরে সরকারের খরচ হবে প্রায় ৩৯ লক্ষ টাকা। পরিবহণ-কর্তারা জানাচ্ছেন, শুধু এসি ভলভো বাসই নয়, আগামী বছরের মধ্যে এসি এবং সাধারণ বাস মিলিয়ে পাঁচশোরও বেশি যে সব বাস কেনা হবে, তার প্রত্যেকটির ক্ষেত্রে একই ভাবে বিমা করবে সরকার।

দেশের ‘মোটর ভেহিকলস আইন’-এর ১৪৬ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও গাড়ির ক্ষেত্রে বিমা বাধ্যতামূলক। কিন্তু ওই আইন অনুযায়ীই, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বা তাদের অধীনস্থ সংস্থার ক্ষেত্রে এমন বিমা করা বাধ্যতামূলক নয়। সরকারি পরিবহণ নিগমগুলি এর বদলে এক বিশেষ তহবিল গঠন করে। তা থেকে দুর্ঘটনায় আহত বা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয় সরকার। সেই নিয়মের বলেই এ রাজ্যের পরিবহণ নিগমগুলির ক্ষেত্রে কখনওই বাসের বিমা করানো হয়নি। রাজ্য পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “কবে দু’একটি বাস ক্ষতিগ্রস্ত হবে, সে জন্য প্রচুর খরচ করে বিমা করার মানেই হয় না বলে মনে করা হত। তাই সরকারি বাসের জন্য বিমা করানো হয়নি।”

এখন তা হলে নীতির পরিবর্তন কেন? পরিবহণ কর্তারা জানাচ্ছেন, বর্তমানে বাসের দাম অনেক বেড়েছে। ওই সব বাসের মেরামতের খরচও প্রচুর। উদাহরণ হিসেবে গত রবিবার কড়েয়া থানা এলাকায় ভলভো বাসের ঘটনার কথা উল্লেখ করছেন ওই কর্তারা। বাসটির ধাক্কায় চার নম্বর ব্রিজে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। এর জেরে বাসটি ভাঙচুর করে জনতা। মাসখানেক আগে কেনা বাসটি মেরামতে ২০-২৫ লক্ষ টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। পরিবহণ দফতরের এক কর্তার কথায়, “এই বিপুল খরচ বার বার সরকারের পক্ষে দেওয়া কার্যত অসম্ভব। তাই এ বারে বিমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর ভীষ্মদেব দাশগুপ্ত জানিয়েছেন, প্রথম ধাপে সিএসটিসি-র পক্ষ থেকে জেএনএনইউআরএম প্রকল্পে কেনা ৬৩টি ভলভোর জন্য রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেখান থেকে একটি সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণের ক্ষেত্রেও একই ভাবে জেএনএনইউআরএম প্রকল্পের কেনা এসি বাসের জন্য বিমা হয়েছিল। কিন্তু ভীষ্মবাবু জানান, এ বার সাধারণ বাসের জন্যও বিমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, “আগামী কয়েক মাসের মধ্যে ১৭১টি এসি, ২৭৮টি সাধারণ বাস আসতে চলেছে। প্রত্যেকটির ক্ষেত্রেই বিমা করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

insurance new bus volvo bus atri mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE