বয়স অল্প। তবু জীবনযুদ্ধে এর মধ্যেই অনেক রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা থেকেই এ বার বিধায়কদের মুখোমুখি বসে নিজেদের জিজ্ঞাস্য তুলে ধরবে তারা। যাদের পোশাকি নাম ‘চাইল্ড স্পিকার্স’। প্রতি বছর ১৪ থেকে ২০ নভেম্বর বিশ্ব জু়ড়ে পালিত হয় আন্তর্জাতিক শিশু অধিকার রক্ষা সপ্তাহ। তারই অঙ্গ হিসাবে বিধানসভায় জনপ্রতিনিধিদের মুখোমুখি শিশু প্রতিনিধিদের বসাতে চেয়েছিল একটি বেসরকারি সংস্থা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের আর্জিতে সাড়া দিয়েছেন। মূলত স্পিকারেরই উদ্যোগে কাল, মঙ্গলবার বিধানসভায় বিভিন্ন দলের বিধায়কদের সঙ্গে আলোচনায় যোগ দেবে শিশুরা।