Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘বন্ধুর’ গ্রেফতারির জেরে খ্যাতির বিড়ম্বনা

একেই বলে ‘খ্যাতি’র বিড়ম্বনা! পাকেচক্রে, নিজের প্রযোজিত ও অভিনীত প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া মাতঙ্গ সিংহের বর্তমান ছায়াসঙ্গিনী খ্যাতি সরদানা ফাঁপরে পড়েছেন। সামান্য রিসেপশনিস্ট থেকে উঠে এসেছিলেন কোম্পানির ডিরেক্টর পদে। কিন্তু স্বপ্ন ছিল একটাই। নায়িকা হবেন। সেই স্বপ্ন সফল হওয়ার আগেই, মাতঙ্গ পড়েছেন সিবিআইয়ের জালে। খ্যাতিও ডাক পেয়েছেন ইডির কাছ থেকে। যার জেরে তাঁর সাধের ছবির মুক্তি থমকে গিয়েছে। বিপদে পড়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী প্রবীণ অসমিয়া পরিচালক পুলক গগৈ।

সিবিআই অফিসে খ্যাতি সরদানা।  ফাইল চিত্র

সিবিআই অফিসে খ্যাতি সরদানা। ফাইল চিত্র

রাজীবাক্ষ রক্ষিত
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৪
Share: Save:

একেই বলে ‘খ্যাতি’র বিড়ম্বনা! পাকেচক্রে, নিজের প্রযোজিত ও অভিনীত প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া মাতঙ্গ সিংহের বর্তমান ছায়াসঙ্গিনী খ্যাতি সরদানা ফাঁপরে পড়েছেন। সামান্য রিসেপশনিস্ট থেকে উঠে এসেছিলেন কোম্পানির ডিরেক্টর পদে। কিন্তু স্বপ্ন ছিল একটাই। নায়িকা হবেন। সেই স্বপ্ন সফল হওয়ার আগেই, মাতঙ্গ পড়েছেন সিবিআইয়ের জালে। খ্যাতিও ডাক পেয়েছেন ইডির কাছ থেকে। যার জেরে তাঁর সাধের ছবির মুক্তি থমকে গিয়েছে। বিপদে পড়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী প্রবীণ অসমিয়া পরিচালক পুলক গগৈ।

দিল্লিতে আধা-পরিচিত মুখ হলেও, খ্যাতির খ্যাতি বাড়ে কলকাতায় মাতঙ্গ গ্রেফতার হওয়ার দিনে। সে দিন মাতঙ্গের উপরে চলা সিবিআইয়ের ‘অত্যাচার’ নিয়ে সাংবাদিকদের সামনে দফায়-দফায় সরব হন খ্যাতি। কেবল তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মাতঙ্গের ফোন থেকে খ্যাতিই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীকে ফোন করেন। মাতঙ্গের গ্রেফতারি আটকানোর চেষ্টার জেরে শেষ পর্যন্ত পদ খোয়াতে হয় অনিলকে।

কে এই খ্যাতি?

দিল্লির বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী খ্যাতির চাকরিজীবন শুরু রিসেপশনিস্ট হিসেবে। জন্মসূত্রে পঞ্জাবি বছর একত্রিশের এই তরুণী এক সময়ে দিল্লি বিমানবন্দরে বিভিন্ন বিমান সংস্থার কাজও করেছেন। পাশাপাশি চলছিল মডেলিং। মডেলিং করার সময়েই মাতঙ্গের নজরে পড়েন খ্যাতি। এর পর, কমনওয়েল্থ গেমসের সময়ে প্রজেক্ট অফিসার (প্রোটোকল) হিসেবে কাজ করেন তিনি। পরে একটি সংস্থার এজিএম হন॥

মাতঙ্গ সিংহের ঘনিষ্ঠেরা জানাচ্ছেন, ছায়াসঙ্গিনী হয়ে ওঠা খ্যাতি বিয়ের জন্য মাতঙ্গকে চাপও দিচ্ছিলেন। কিন্তু মাতঙ্গ-মনোরঞ্জনার বিবাহবিচ্ছেদ না হওয়ায় মাতঙ্গ খ্যাতিকে বিয়ে করতে পারছিলেন না। সিনেমার প্রলোভন দেখিয়ে খ্যাতিকে ধরে রাখতে চান মাতঙ্গ। প্রথমে অসমের এক জ্যোতিষীর জন্য বিজ্ঞাপনী ছবিতে খ্যাতিকে অভিনয় করান মাতঙ্গ। গত বছর, গুয়াহাটিতে নিজের টিভি সংস্থার দফতরে এসে মাতঙ্গ প্রবীণ চিত্রপরিচালক পুলক গগৈকে ডেকে পাঠান। অসমের সিনেমা হলে অসমিয়া ছবিকে গুরুত্ব দেওয়া হয় না বলে, পুলক প্রতিজ্ঞা করেছিলেন আর অসমিয়া ছবি বানাবেন না। কিন্তু, তাঁর ছেলে ওই টিভি সংস্থায় কাজ করায় পিতা-পুত্রের উপরে ক্রমাগত চাপ আসতে থাকে।

পুলকের কথায়, “মাতঙ্গ ও খ্যাতি অসমিয়া ছবি বানাবার জন্য প্রবল চাপ দেন। বলেন, যে করে হোক ২০ লক্ষ টাকায় ছবি তৈরি করতে হবে। আমার কাছে কোনও কাহিনি ছিল না। একটি বাংলা ছবির জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু খ্যাতির চাপে অসমিয়া ছবি করতে বাধ্য হই।” পুলকের দাবি, জুলাই থেকে অক্টোবরের মধ্যে ওই ছবি শেষ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। জাতীয় পুরস্কার বিজয়ী চিত্রপরিচালক বলেন, “আমি জানাই, অত জলদি, এত কম বাজেটে ছবি তৈরি সম্ভব নয়। শেষ অবধি মাতঙ্গ আমার শর্তে রাজি হন।” জানা গিয়েছে, খ্যাতির চাপে একটি গানের দৃশ্য বিশাখাপত্তনমে শু্যটিং করতে হয়। সে জন্য অতিরিক্ত টাকাও দেন খ্যাতি। অসমের ছবিতে সমুদ্র দেখানোয় পরিচালকের আপত্তি থাকলেও ফের খ্যাতি-মাতঙ্গের জেদের কাছে তাঁকে মাথা নোয়াতে হয়। পুলক জানান, ছবি প্রযোজনার সঙ্গে মাতঙ্গ সিংহের কোনও যোগাযোগ নেই। খ্যাতির কাছ থেকে তিনি চেকে সাড়ে ১৯ লক্ষ টাকা নিয়েছেন। আরও সাড়ে ৩ লক্ষ টাকা পাওয়া বাকি। কিন্তু, প্রযোজক কোথা থেকে টাকা পেয়েছেন সেই ব্যাপারে তাঁর ধারণা নেই।

‘সূর্য দ্য পাওয়ার’ নামে এই ছবির নামভূমিকায় আছেন নায়ক উৎপল দাস। বিস্তর টাকা ঢেলে, অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের ঠিক আগেই ইডির তলব পাওয়া খ্যাতির বিড়ম্বনায় ছবির গোটা ইউনিটই মুষড়ে পড়েছে। পুলক বলেন, “ছবি তৈরির কাজ শেষ। মুক্তি পাওয়ার কথা। কিন্তু এই সময়ই খ্যাতি ও মাতঙ্গ ঝামেলায় জড়িয়ে পড়ায় ছবির মুক্তি বিশ বাঁও জলে।” অবশ্য, নায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও ভাল অভিনয় করতে না পারায় শেষ অবধি খ্যাতিকে খলনায়কের সঙ্গিনীর চরিত্র দিয়েছেন পুলকবাবু। ঘটনাচক্রে ছবি মুক্তির আগে সেই চরিত্রই যেন বাস্তব হয়ে দেখা দিয়েছে। অসমিয়ার পাশাপাশি, ভোজপুরি ছবিতেও খ্যাতিকে অভিনয় করাচ্ছিলেন মাতঙ্গ। সেই ছবির কাজও শেষ হয়নি। অভিনয়ে ‘অক্ষমতা’র জন্য ভোজপুরি ছবিতেও মাতঙ্গ খ্যাতিকে নায়িকা বানাতে পারেননি।

মাতঙ্গের সঙ্গে তাঁর স্ত্রী মনোরঞ্জনার ছাড়াছাড়ি হয়েছে দীর্ঘ দিন আগেই। আইনসম্মত বিচ্ছেদ এখনও হয়নি। সম্প্রতি মনোরঞ্জনার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন মাতঙ্গ। মনোরঞ্জনা মাতঙ্গের বিরুদ্ধে নামে দৈহিক ও মানসিক নিগ্রহের মামলা দায়ের করেছিলেন। তাতে জামিন পান মাতঙ্গ।

সারদাকাণ্ডে মনোরঞ্জনাকেও কয়েক বার জেরা করেছেন তদন্তকারীরা। আজ মনোরঞ্জনা আনন্দবাজারকে বলেন, “আমি সুদীপ্ত সেনের সঙ্গে সব লেনদেন নিয়ম মেনে করলেও মাতঙ্গ বহু বেআইনি কাজ করেছেন। আমার শেয়ারও বিক্রি করে দিয়েছেন।” মনোরঞ্জনার দাবি, দিল্লির বহু আমলা ও পুলিশকর্তার সঙ্গে আঁতাঁতের সুবাদে অতীতে বার বার বেঁচে গিয়েছেন মাতঙ্গ। অনিল গোস্বামীর অপসারণে সেই অশুভ আঁতাঁতের সামান্য অংশমাত্র সামনে এসেছে। মনোরঞ্জনার আরও দাবি, দিল্লির গোল মার্কেটের বাড়িতে বড় করে খ্যাতির জন্মদিন পালন করেন মাতঙ্গ। অনিল গোস্বামীও সেই পার্টিতে হাজির ছিলেন। মনোরঞ্জনা প্রশ্ন তোলেন, অন্য একটি টিভির পুরনো ভবনে সিবিআই বা ইডি হানা দিয়ে খালি হাতে ফিরেছে। কিন্তু, যে টিভি সংস্থার দফতরে পুলককে ডেকে পাঠানো হয়েছিল সেখানেই সারদার টাকা ঢালা হয়েছে। সেখানে হানা দেওয়া হচ্ছে না কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rajibakhya rakshit guahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE