Advertisement
০৬ মে ২০২৪

মদন নিয়ে বিক্ষোভ ঠেকাতে পুলিশকে চিঠি দিল সিবিআই

মদন মিত্রকে নিয়ে সতর্ক সিবিআই এ বারে কড়া চিঠি পাঠাল কলকাতা ও বিধাননগর পুলিশকে। আর সেই চিঠি হাতে পেয়েই নড়েচড়ে বসলো দুই কমিশনারেটের পুলিশ। শনিবার সিবিআই হেফাজতে থাকা মদন মিত্রকে আলিপুর আদালতে হাজির করানোর সময়ে আদালত চত্বরেই ঝাণ্ডা নিয়ে তাণ্ডব চালায় এক দল তৃণমূল সমর্থক। অভিযোগ, সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল করতেও বাধা দেওয়া হয়। উদ্বিগ্ন সিবিআই কর্তারা বিষয়টি জানান তাঁদের দিল্লি অফিসকে।

জেরা শেষে সেক্টর-৫ থানা থেকে বার করে আনা হচ্ছে মদন মিত্রকে। নিজস্ব চিত্র

জেরা শেষে সেক্টর-৫ থানা থেকে বার করে আনা হচ্ছে মদন মিত্রকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৮
Share: Save:

মদন মিত্রকে নিয়ে সতর্ক সিবিআই এ বারে কড়া চিঠি পাঠাল কলকাতা ও বিধাননগর পুলিশকে। আর সেই চিঠি হাতে পেয়েই নড়েচড়ে বসলো দুই কমিশনারেটের পুলিশ।

শনিবার সিবিআই হেফাজতে থাকা মদন মিত্রকে আলিপুর আদালতে হাজির করানোর সময়ে আদালত চত্বরেই ঝাণ্ডা নিয়ে তাণ্ডব চালায় এক দল তৃণমূল সমর্থক। অভিযোগ, সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল করতেও বাধা দেওয়া হয়। উদ্বিগ্ন সিবিআই কর্তারা বিষয়টি জানান তাঁদের দিল্লি অফিসকে। আজ, মঙ্গলবার মদনবাবুকে ফের আদালতে হাজির করা হবে। এ বারেও যাতে শনিবারের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কলকাতা এবং বিধাননগর পুলিশকে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা রাখতে বলে চিঠি দিল সিবিআই।

সিবিআইয়ের চিঠি পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং আলিপুর আদালতের সামনে পাহারা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) রাজীব মিশ্র এ দিন বলেন, “সিবিআইয়ের চিঠি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” লালবাজার সূত্রে খবর, আজ, মঙ্গলবার আলিপুর আদালতের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হবে না। তিন জন ডিসি আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। মোতায়েন থাকবে সাড়ে তিনশোর বেশি পুলিশ। বিধাননগর পুলিশের এক কর্তা জানান, তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।

গত শুক্রবার বিকেলে গ্রেফতারির পরে সিজিও কমপ্লেক্স থেকে বার করে মদন মিত্রকে থানায় নিয়ে যাওয়ার সময় তৃণমূলের বাধার মুখে পড়েন সিবিআই অফিসারেরা। পরের দিন আলিপুর আদালতের বাইরেও বড় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। ভাঙচুর হয় সিবিআইয়ের গাড়ি। ওই ঘটনার পরে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে বিবৃতি দেন রাজ্যের প্রাক্তন বিচারপতি-সহ অনেকে। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চলছে যার নির্দেশে, সেই সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনতে চলেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

স্বাভাবিক ভাবেই চিন্তিত সিবিআই-আধিকারিকরা। তাদের এক পদস্থ কর্তা বলেন, “মঙ্গলবারও এমন ঘটলে মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে হবে।” সিবিআই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আনতে পারে।

সারদা কেলেঙ্কারির তদন্ত করছে ইডি-ও। ওই কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, কেন তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে, এই প্রশ্ন তুলে রবিবার হুগলির হিন্দমোটরে তাদের এক অফিসারকে বেধড়ক পেটায় একদল যুবক। উদ্বিগ্ন ইডি কর্তারা রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-র কাছে সোমবার লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন।

যাঁকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ, সেই মদন মিত্র এ দিন রাতে সিবিআই অফিস থেকে বেরনোর সময় দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE