ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ‘কাজের চাপে’ অসুস্থ হাওড়ার আরও এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)! কুসুম মজুমদার নামে ওই বিএলও বালি বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর পার্টে এসআইআরের কাজ করছিলেন। সেই কাজ সংক্রান্ত এক মিটিং চলাকালীন মাথা ঘুরে পড়ে যান। তার পরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কুসুমের বাড়ি বালির শান্তিরাম এলাকায়। পেশায় তিনি শিক্ষিকা। এসআইআরের কাজে সংশ্লিষ্ট বুথে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কাজ করছিলেন। দিন কয়েক আগে ব্যারাকপুর হাইস্কুলে এসআইআর সংক্রান্ত একটি মিটিংয়ে যোগ দেন। মিটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন কুসুম।
সোমবার সকালে ওই বিএলও-কে হাসপাতাল থেকে ছাড়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপে রাতে ঘুম হত না কুসুমের। চিন্তায় ছিলেন। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতে তাঁর বাড়ি যান বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। অসুস্থতার জন্য তিনিও ‘অমানসিক কাজের চাপকে’ দায়ী করেন।
আরও পড়ুন:
কুসুমকে নিয়ে হাওড়ার কয়েক জন বিএলও-র অসুস্থ হওয়ার খবর মিলেছে। দিন কয়েক আগে কাজের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাঁকুড়গাছির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করে পরিবার। তার কয়েক দিন পর ওয়াসিম পারভেজ নামের এক বিএলও অসুস্থ হয়ে পড়েন। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ১৪৮ নম্বর পার্টে এসআইআরের কাজের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।