Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাইকোর্টে ফল প্রকাশ হল ৩২ জন বিএড পরীক্ষার্থীর

‘অবৈধ’ বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির খারিজ করে দেওয়া ৩২ জন বিএড ছাত্রের প্রথম সেমেস্টার পরীক্ষার ফল কলকাতা হাইকোর্টে প্রকাশিত হল সোমবার। বিচারপতি অশোক দাস অধিকারী ছাত্রদের কাছে সাত দিনের মধ্যে মার্কশিট পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ছাত্ররা পরবর্তী সেমেস্টারের জন্য পড়ার সুযোগও পাবেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০৩:৪৪
Share: Save:

‘অবৈধ’ বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির খারিজ করে দেওয়া ৩২ জন বিএড ছাত্রের প্রথম সেমেস্টার পরীক্ষার ফল কলকাতা হাইকোর্টে প্রকাশিত হল সোমবার। বিচারপতি অশোক দাস অধিকারী ছাত্রদের কাছে সাত দিনের মধ্যে মার্কশিট পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ছাত্ররা পরবর্তী সেমেস্টারের জন্য পড়ার সুযোগও পাবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রায়দিঘি বিএড কলেজের ৩১ জন বিএড ছাত্র ওই মামলা করেছিলেন। তাঁদের আইনজীবী মৃণালকান্তি সর্দার জানান, ওই কলেজে ১০০ জন ছাত্র ভর্তি হতে পারেন। প্রথম দফায় কলেজ ৬৮ জনকে ভর্তি নেয়। দ্বিতীয় দফায় তারা ভর্তি নেয় আরও ৩২ জনকে। তাঁরা ২০১১-’১২ শিক্ষাবর্ষের ছাত্র। পরীক্ষার কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়, দ্বিতীয় দফায় ভর্তি হওয়া ৩২ জনকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে না। তাঁরা পরীক্ষা দিতে পারবেন না। তখন ওই ছাত্ররা কলকাতা হাইকোর্টে মামলা করেন।

শুনানির পরে বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী ওই ছাত্রদের পরীক্ষায় বসার অনুমতি দেন। তবে তিনি ওই পরীক্ষার ফল প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন। এক ছাত্র অবশ্য পরীক্ষায় বসতে পারেননি। বিচারপতি বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে একটি কমিটি গড়ে বিবেচনা করার পর নিজেদের মত জানাতে বলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ আরও কয়েক জন উচ্চপদস্থ কর্তাকে নিয়ে একটি কমিটি তৈরি হয়। ওই কমিটি জানিয়ে দেয়, ওই ছাত্রদের পরীক্ষা অবৈধ, ভর্তিও অবৈধ। এ দিন বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির সিদ্ধান্ত খারিজ করে বিচারপতি জানিয়ে দেন, ছাত্রেরা ওই কলেজেই পড়বেন। অবিলম্বে তাঁদের মার্কশিটও দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

B.Ed calcutta high court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE