Advertisement
২৬ এপ্রিল ২০২৪

১৫ বছর জেল ধর্ষক ধর্মগুরুর

মহিলাদের লি বলেছিলেন, ঈশ্বরের কাছ থেকে আদেশ পেয়েই তিনি ধর্ষণ করছেন। 

বিতর্কিত ধর্মীয় নেতা জেরক লি।—ছবি এএফপি।

বিতর্কিত ধর্মীয় নেতা জেরক লি।—ছবি এএফপি।

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০২:১১
Share: Save:

ঈশ্বরের আদেশে ধর্ষণ! এই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গির্জার বিতর্কিত ধর্মীয় নেতা জেরক লি। আট তরুণী ভক্তকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কোরীয় আদালত ৭৫ বছরের লি-কে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। মহিলাদের লি বলেছিলেন, ঈশ্বরের কাছ থেকে আদেশ পেয়েই তিনি ধর্ষণ করছেন।

‘ম্যানমিন সেন্ট্রাল চার্চ’-এর প্রধানের পদে রয়েছেন লি। তাঁর অনুগামীর সংখ্যা অন্তত ১ লক্ষ ৩৩ হাজার। বিশ্ব জুড়ে এই গির্জার ১০ হাজার শাখা রয়েছে বলে দাবি। তবে লি বরাবরই বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত।

‘ক্রিশ্চান কাউন্সিল অব কোরিয়া’ তাঁকে ১৯৯৯ সালে বার করে দেয়। কারণ তাদের মতে লি প্রচলিত ধ্যাণধারণা মানতেন না। কিন্তু কোরিয়ার মন্ত্রকের অ্যাসোসিয়েশন তাঁকে আবার ‘পাপহীন’ দাবি করে অসাধারণ নেতার তকমা দিয়েছে! অভিযোগে রয়েছে, দু’দশক ধরে তরুণী ভক্তদের যৌন সম্পর্কে বাধ্য করেছেন লি। শুধু তাই নয়, লি-এর স্পর্শে বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় এডস, ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়েছে বলে দাবি করা হয়েছে ম্যানমিন গির্জার ওয়েবসাইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jaerock Lee Jail custody Rape Religious Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE