Advertisement
E-Paper

ব্লগার নিলয়-নীলের হত্যাকাণ্ডে বাংলাদেশে গ্রেফতার ২

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, কৌসর হোসেন খান এবং কামাল হোসেন সর্দার নামে দুই সন্দেহভাজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ১৫:১৩
নিহত নিলয় চট্টোপাধ্যায়।

নিহত নিলয় চট্টোপাধ্যায়।

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, কৌসর হোসেন খান এবং কামাল হোসেন সর্দার নামে দুই সন্দেহভাজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদনে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দাকর্তা মেহবুব আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কৌসরকে মিরপুর থেকে এবং কামালকে শ্যামপুরের ধোলাইপাড় থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা দলের সদস্য বলে সন্দেহ পুলিশের।

ঢাকার গোড়ান এলাকায় একটি পাঁচ তলা ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন মুক্তমনা ব্লগার নীলাদ্রি। একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজের পাশাপাশি বিভিন্ন জায়গায় মৌলবাদ-বিরোধী লেখালেখি করতেন তিনি। ব্লগ লিখতেন নিলয় নীল নামে। তিনি গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। গত ৭ অগস্ট দুপুরে বাড়ি দেখতে আসার নাম করে নিলয়ের ফ্ল্যাটে হানা দেয় পাঁচ সশস্ত্র দুষ্কৃতী। গলায় এবং ঘাড়ে এলোপাথাড়ি কোপ মেরে নৃশংস ভাবে খুন করা হয় নিলয়কে। তাঁর স্ত্রীকে আটকে রাখা হয় পাশের ঘরে। তাঁর খুনের ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্ব। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাসিনা সরকারকে অনুরোধ জানায় রাষ্ট্রপুঞ্জ। ব্লগারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও অনুরোধ করা হয় রাষ্ট্রপুঞ্জের তরফে। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বাংলাদেশকে অনুরোধ জানায় ব্রিটেন এবং আমেরিকা।

গোয়েন্দাকর্তা আলম জানিয়েছেন, যে পাঁচ জন ব্লগার নিলয়ের খুনে জড়িত, সেই দলে কৌসর এবং কামালও ছিল। এর আগে এই খুনের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর আত্মীয় সাদ আল নাহিন এবং মাসুদ রানা নামে দু’জনকে ধরা হয়। দুই মুক্তমনা ব্লগার এবং গণজাগরণ মঞ্চের সদস্য অভিজিত্ রায় এবং অনন্তবিজয় দাসের খুনের ঘটনায় এর আগে এক ব্রিটিশ নাগরিক-সহ তিন জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

Niloy Neel Niloy Chakrabarty secular blogger Murder arrest Ansarullah Bangla Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy